IQNA

রাশিয়ার হাফেজের দৃষ্টিতে বিশ্বের সেরা ক্বারি / কুরআনের বরকত ক্রয় যোগ্য নয়

23:15 - May 16, 2016
সংবাদ: 2600791
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হেফজ বিভাগে অংশগ্রহণকারী রাশিয়ান প্রতিনিধির দৃষ্টিতে বিশ্বের সেরা তিন ক্বারিই মিশরের। তিনি এ সম্পর্কে বলেন: অধিকাংশ সময় আমি এই তিন ক্বারির তিলাওয়াত শ্রবণ করে থাকি।


বার্তা সংস্থা ইকনা'র সাথে এক সাক্ষাতকারে ৩৩তম কুরআন প্রতিযোগিতার হেফজ বিভাগের রাশিয়ার প্রতিনিধি 'আয়াতুল্লাহ জারিফী' বলেছেনে: "আমি ১৩ বছর বয়স থেকে কুরআন হেফজ করতে শুরু করেছি এবং আমার ১৫ বছর বয়স অর্থাৎ দুই বছরের মধ্য সম্পূর্ণ কুরআন হেফজ (মুখস্থ) করেছি"।
২৬ বছরের এই প্রতিনিধি রাশিয়ার ধর্মতত্ত্ব বিশ্ববিদ্যালয়ের ছাত্র। কুরআন শিক্ষা অর্জনের ব্যাপারে তিনি বলেন: আমার প্রথম শিক্ষক হচ্ছে আমার দাদা। আমি আমার দাদার নিকট থেকে কুরআন তিলাওয়াত শিখি এবং পরবর্তীতে তিনি আমাকে আমাদের এলাকার এক শিক্ষকের নিকট পাঠায়। আমি তার নিকটই সম্পূর্ণ কুরআন হেফজ করি।
তিনি বলেন: আমার বাবা কুরআনের ক্বারি এবং আমার অপর চার ভায়ই কুরআনের হাফেজ।

কুরআন হেফজের জন্য প্রতিদিন ১০ ঘণ্টা সময় দিয়েছি

জারিফী বলেন: যখন আমি কুরআন হেফজ করতে শুরু করি তখন হেফজের জন্য প্রতিদিন পাঁচ ঘণ্ট এবং কখনো কখনো ১০ ঘণ্টা সময় ব্যয় করেছি। এ কাজের জন্য আমার বাবা আমাকে তত্ত্বাবধায়ন করতেন।
তিনি আরও বলেন: রাশিয়ায়ও জাতীয় কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মহান আল্লাহর অনুগ্রহে আমি রাশিয়ার জাতীয় কুরআন প্রতিযোগিতায় চার  বার অংশগ্রহণ করেছি এবং সম্পূর্ণ কুরআন হেফজ বিভাগে চার বারই দ্বিতীয় স্থানের অধিকারী হয়েছি।
রাশিয়ান প্রতিনিধি বলেন: হেফজ বিভাগে ৭০টি দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেছে। সকলের অনেক অভিজ্ঞসম্পন্ন এবং সকলেরই তিলাওয়াত ভালো হয়েছে। হেফজ বিভাগে আমি যে পরীক্ষা দিয়েছি, সেই পরীক্ষা অনেক ভালো হয়েছে।
প্রতিযোগিতার নম্বর নির্ধারণের ব্যাপারে জারিফী বলেন: তিলাওয়াত বিভাগের জন্য ১০০ নম্বর নির্ধারণ করা হয়েছে এবং হেফজ বিভাগের জন্য ২০০ নম্বর; এরমধ্যে ১০০ নম্বর হেফজের (শুদ্ধ ভাবে মুখস্থ) এবং ১০০ নম্বর তাজবিদ, ওকাফ (থামা) এবং এবদা'র (শুরু করা) জন্য। হেফজ বিভাগে উত্তীর্ণ হওয়ার জন্য ১০০ নম্বর অর্জন করতে হবে।

রাশিয়ার হাফেজের দৃষ্টিতে বিশ্বের সেরা ক্বারি

রাশিয়ার প্রতিনিধি বলেন: আমার দৃষ্টিতে বিশ্বের সেরা ক্বারি হচ্ছেন মিশরের বিখ্যাত ক্বারি মুহাম্মাদ সিদ্দিক মানশাভী, শেখ আব্দুল বাসিত মুহাম্মাদ আব্দুস সামাদ এবং ওস্তাদ মাহমুদ খালিল আল-হুসারী। অধিকাংশ সময় আমি এসকল শিক্ষকদের তিলাওয়াত শুনে থাকি; বিশেষ করে মুহাম্মাদ সিদ্দিক মানশাভী। আমি ছোট বেলা থেকেই মুহাম্মাদ সিদ্দিকি মানশাভীর তিলাওয়াত শুনে আসছি এবং তার নিকট থেকেই আমি রওয়ানখানি ও তাজবিদ শিখেছি।

কুরআনের বরকত ক্রয় যোগ্য নয়

আয়াতুল্লাহ জারিফি বলেন: যখন মানুষ কুরআন তিলাওয়াত করে এবং আয়াতের প্রতি দৃষ্টি আকর্ষণ করে এবং সে বিষয়ে চিন্তা করে, তখন মহান আল্লাহ তার হৃদয়ে প্রশান্তির সৃষ্টি করে। যা কোন অর্থ দ্বারা ক্রয় যোগ্য নয় এবং অন্য কিছুর মাধ্যমে তা সংগ্রহ করা সম্ভব নয়।
iqna
ট্যাগ্সসমূহ: ইরানে ، কুরআনের ، ইকনা ، রাশিয়ার
captcha