IQNA

তুরস্কে মসজিদ ও কুরআন অবমাননা করল দুর্বৃত্তরা + ছবি

16:50 - May 23, 2016
সংবাদ: 2600832
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের শারনাক প্রদেশের একটি মসজিদে সামরিক বাহিনীর সাথে চমরপন্থী দল 'পিকেকে'র সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ চলাকালীন সময় পিকেকের সদস্যরা পবিত্র কুরআনের অবমাননা করেছে।

বার্তা সংস্থা ইকনা: তুরস্কের কিছু মিডিয়ার প্রকাশ হয়েছে, সেদেশের সামরিক বাহিনীর সাথে চমরপন্থী দল 'পিকেকে'র সংঘর্ষের ফলে পবিত্র কুরআনের অবমাননার ঘটনা ঘটে।
তুরস্কের বার্তা সংস্থা আনাতোলিয়া সেদেশের কর্মকর্তাদের উদ্ধৃত দিয়ে জানিয়েছে: তুরস্ক কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে'র) সদস্যরা সেদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত শারনাক প্রদেশের একটি মসজিদে হামলা চালায়। পিকেকের সদস্যরা মসজিদের ভিতরে ব্যাপক ক্ষয়ক্ষতি ছাড়াও পবিত্র কুরআন ছিঁড়ে এই আসমানী গ্রন্থের অবমাননা করেছে।
এদিকে পিকেকের নেতা জানিয়েছে, নিরাপত্তা বাহিকে মসজিদের ভিতরে প্রবেশের বাধা দেওয়ার জন্য মসজিদের প্রবেশ পথে বোমা বর্ষণ করা হয়। এরফলে কুরআন শরীফের বেশ কয়েকটি পাণ্ডুলিপি টুকরো টুকরো হয়ে যায়।
সামরিক বাহিনী মসজিদে প্রবেশ করার পর মেঝেতে পরে থাকা কুরআন শরীফের পৃষ্ঠাগুলো একত্রিত করে যথাস্থানে রেখে দেয়।
পিকেকের বিরুদ্ধে সামরিক বাহিনীরা অপারেশন মার্চ মাস থেকে শুরু হয়। এ লড়ায়ে এ পর্যন্ত দুই পক্ষেরই অনেকে নিহত হয়েছে।
Iqna

 তুরস্কে মসজিদ ও কুরআন অবমাননা করল দুর্বৃত্তরা + ছবি
তুরস্কে মসজিদ ও কুরআন অবমাননা করল দুর্বৃত্তরা + ছবিতুরস্কে মসজিদ ও কুরআন অবমাননা করল দুর্বৃত্তরা + ছবিতুরস্কে মসজিদ ও কুরআন অবমাননা করল দুর্বৃত্তরা + ছবি
ট্যাগ্সসমূহ: তুরস্কে ، মসজিদ ، কুরআনের
captcha