IQNA

শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও কুরআনের হাফেজ হলেন "তারিক"

19:27 - June 12, 2016
সংবাদ: 2600978
আন্তর্জাতিক ডেস্ক: শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও সৌদি আরবের ৩৫ বছর বয়সী "তারিক আল-ওদায়ী" ৪ বছরে সম্পূর্ণ কুরআন হেফজ হয়েছেন।
শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও কুরআনের হাফেজ হলেন
বার্তা সংস্থা ইকনা: সৌদি আরবের আসির প্রদেশের "সিরাহ ওবাইদা" শহরের ৩৫ বছর বয়সী "তারিক আল-ওদায়ী" ৪ বছরে সম্পূর্ণ কুরআন হেফজ হয়েছেন। শারীরিক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও তিনি কুরআন হেফজ করতে সফল হয়েছেন।
তারিকের গৃহে যেয়ে তার শিক্ষক তাকে কুরআন তিলাওয়াত ও হেফজ প্রশিক্ষণ দিতেন।
তারিকের হাত ও পা না থাকা সত্ত্বেও তিন তার মুখের সাহায্যে পবিত্র কুরআনের পৃষ্ঠা পরিবর্তন করেন।
হাত এবং পা না থাকার দরুন তারিক পেটের সাহায্য পথ চলেন তারিক। তিনি পেশী ক্ষয়িষ্ণুতায় ভুগছেন; তবে কঠিন রোগের সম্মুখীন থাকা সত্ত্বেও তিনি সম্পূর্ণ কুরআন মুখস্থ করতে সক্ষম হয়েছেন।
এছাড়াও তারিক টেলিফোন এবং কম্পিউটার চালানো শিখেছেন ও সামাজিক নেটওয়ার্কেও তিনি সক্রিয় রয়েছেন এবং বিভিন্ন আলেমদের সাথে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ রাখেন।
সৌদি আরবের আসির প্রদেশের কুরআন হেফজ সেন্টারের সহযোগিতায় নিয়মিত ভাবে ক্লাসে অংশগ্রহণ করে তিনি ৪ বাছরে সম্পূর্ণ কুরআন হেফজ করতে সক্ষম হয়েছেন।
Iqna



ট্যাগ্সসমূহ: কুরআনের ، সৌদি আরবের ، ইকনা
captcha