IQNA

ইসলাম বিস্তারে হযরত খাদিজার (সা. আ.) অবদান অতুলনীয়

4:01 - June 17, 2016
সংবাদ: 2601010
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের খ্যাতনামা আলেম হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন ড. নাসির রাফিয়ী বলেছেন, ইসলামের মহীয়সী নারী হযরত খাদিজাতুল কোবরা (সা. আ.) এমনই এক সময় রাসূলের (সা.) পাশে দাঁড়ান যখন আরবের মুশরিকরা একজোট হয়ে রাসূলের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল।


বার্তা সংস্থা ইকনা: হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন ড. নাসির রাফিয়ী, বিশ্বনবী হযরত মোহাম্মাদ (সা.)এর প্রিয় স্ত্রী হযরত খাদিজা (সা. আ.)এর জীবন পরিচালনা ব্যবস্থা, ইসলাম ও রাসুল (সা.)কে পূর্ণরূপে সমর্থন, ব্যক্তিত্ব, নৈতিকতা এবং আদর্শের ওপর গুরুত্বারোপ করে বলেন: এ পর্যন্ত অনেক নবী ও ইসলাম ধর্মের মহান ব্যক্তিদের নিয়ে চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে এবং হযরত খাদিজাতুল কোবরা (সা. আ.)কে নিয়েও চলচ্চিত্র নির্মাণ করার প্রয়োজন।

১৬ই জুনে পবিত্র কুরআনের তাফসিরের আলোকে এক বৈঠকে ড. নাসির রাফিয়ী বলেন: হযরত খাদিজাতুল কোবরা (সা. আ.)এর মৃত্যুর সময় হযরত মোহাম্মাদ (সা.) অনেক কষ্ট পেয়েছিলেন এবং অস্থিরতা অনুভব করেছিলেন।

তিন বলেন: হযরত মোহাম্মাদ (সা.)এর সাথে হযরত খাদিজা (সা.)এর বিবাহ বার্ষিকী উপলক্ষে এক আন্তর্জাতিক বৈঠকে উদযাপনের কথা আমি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর নিকট ব্যক্ত করি। তিনি আমার এই প্রস্তাবকে ব্যাপক ভাবে স্বাগত জানিয়ে বলেছেন: হযরত খাদিজাতুল কোবরা (সা. আ.) অনেক মজলুম। অবশ্যই তার জন্য আমাদের আরও অনেক কাজ করতে হবে। তাকে বিশ্ববাসীর নিকট উপস্থাপন করতে হবে।

ড. রাফিয়ী বলেন: সর্বোচ্চ নেতা বলেছেন: হযরত খাদিজাতুল কোবরা (সা. আ.) পবিত্র ১২ জন ইমামের মা। হযরত মোহাম্মাদ (সা.)এর যখন আর্থিক কোন সমস্যা ছিল না এবং সমাজে অধিকাংশ ব্যক্ত যখন তাঁকে মান্য করত তখন রাসূল (সা.)এর অন্যান্য স্ত্রী তার পাশে ছিলেন। কিন্তু হযরত খাদিজাতুল কোবরা (সা. আ.) এমন সময় হযরত মুহামাদ (সা.)এর পাশে ছিলেন যখন সমাজের সকলেই তাঁকে শত্রু হিসেবে দেখত এবং তার আর্থিক অবস্থাও তখন ভালো ছিলো না। হযরত খাদিজাতুল কোবরা (সা. আ.) রাসূল (সা.)এর প্রতি পূর্ণ ইমান এনেছিলেন এবং ইসলাম ধর্মের প্রথম মুসলিম নারী তিনি। তার সকল সম্পদ দিয়ে তিনি রাসুল (স.) এবং ইসলাম ধর্মের সেবা করে গিয়েছেন।

ড. রাফিয়ী আরও বলেন: পবিত্র কুরআনে ১২ জন নারীকে প্রশংসা ও সম্মানিত করা হয়েছে। তাদের মধ্যে একজন হযরত খাদিজাতুল কোবরা (সা. আ.)।

তিনি বলেন: হযরত খাদিজাতুল কোবরা (সা. আ.) এমনই এক মহিমান্বিত ও অতুলনীয় নারী; যার সম্পর্কে স্বয়ং রাসূল (সা.) বলেছেন যে, খাদিজার মত কোন রমণী নেই এবং খাদিজার কোন তুলনা নেই। যখন সবাই আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তখন সে আমার পাশে দাঁড়িয়েছিল।

রাসূলের (সা.) স্ত্রীগণের মধ্যে হযরত খাদিজা (সা. আ.) ছিলেন একমাত্র স্ত্রী যিনি দীর্ঘ ২৫ বছর তার সাথে ছিলেন। যতদিন এ মহীয়সী নারী বেচে ছিলেন, ততদিন রাসূল (সা.) অন্য কোন নারী স্ত্রী হিসেবে বেছে নেন নি। এমন রাসূলের (সা.) অন্যান্য স্ত্রীরা এমন সময় তার সাথে ছিলেন, যখন তিনি শক্তিশালী অবস্থানে ছিলেন এবং চারিদিকে মুসলমানদের জয়জয়কার অবস্থা ছিল। কিন্তু রাসূলের (সা.) মক্কার কঠিন ও নি:সঙ্গ দিনগুলিতে একনিষ্ঠ সহচর ও সহযোগী ছিলেন হযরত খাদিজা (সা. আ.)।

তিনি আরও বলেন: হযরত খাদিজা (আ.) আরবের সবচেয়ে সম্পদশালী নারী; তিনি তার সমস্ত সম্পত্তি ইসলাম ও রাসূলের (সা.) সেবায় বিলিয়ে দিয়েছেন। মক্কার জীবনে মুসলমানরা যখন মুশরিকদের কর্তৃক কোনঠাসা অবস্থাতে ছিল, তখন হযরত খাদিজার (সা. আ.) সম্পদ তাদেরকে বাঁচিয়ে রেখেছিল।

iqna


captcha