IQNA

বসরা’র কুরআনিক ব্যক্তিত্বদের ইরানি কন্সালের সাথে সাক্ষাত

16:50 - September 09, 2016
সংবাদ: 2601541
রাজনৈতিক ও সামাজিক ডেস্ক: ইরাকের বসরা প্রদেশের কুরআন বিষয়ক সংস্থার কর্মকর্তাদের একটি দল বসরা শহরে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের কন্সালের সাথে সাক্ষাত করেছেন।

বার্তা সংস্থা ‘কাফে’র বরাত দিয়ে ইকনার রিপোর্ট: ‘শেইখ আদনান আস-সালিহি’র নেতৃত্বে ইরাকের বসরা প্রদেশের কুরআনিক বিষয়ক সংস্থার একটি দল বসরায় নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের কন্সাল ‘আহমাদ সিয়াহপুশে’র সাথে সাক্ষাত করেছেন।

এ সংস্থার গুরুত্বপূর্ণ তৎপরতা’র উপর একটি প্রতিবেদন পেশ করেন শেইখ আদনান সালেহি। এরপর সংস্থার অন্যতম কর্মকর্তা ‘শেইখ ওয়াফি আল-আমেরি’ উচ্চ দক্ষতা সম্পন্ন কারী প্রশিক্ষণে বসরা’র এ সেন্ট্রাল কুরআনিক সংস্থার সাফল্যের কথা তুলে ধরেন।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের কন্সাল আহমাদ সিয়াহপুশ এ সাক্ষাতে আনন্দ প্রকাশ করে বলেন: আমি বসরা’র বেশ কয়েকটি কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি, সেগুলোর হেফজ ও তেলাওয়াতের মান ছিল উঁচু পর্যায়ের।

প্রসঙ্গত, এ সাক্ষাতে বসরা প্রদেশের বিভিন্ন শহর ও গ্রামের ২৫টি কুরআনিক কেন্দ্রের তত্ত্বাবধায়ক ঐ সংস্থাটির সাথে সহযোগিতার জন্য প্রস্তুতির কথা ঘোষণা করে জনাব সিয়াহপুশ।#3528995


captcha