IQNA

লেবানন প্রতিরোধ আন্দোলনের মহাসচিব ;

ওয়াহাবি মতবাদ ইহুদিবাদি ইসরাইলের চেয়েও ধ্বংসাত্বক

16:09 - September 27, 2016
সংবাদ: 2601646
আন্তর্জাতিক ডেস্ক: লেবানন প্রতিরোধ আন্দোলনের মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, উগ্র ওহাবি মতবাদ ইহুদিবাদী ইসরাইলের শাসনব্যবস্থার চেয়েও ধ্বংসাত্বক।
ওহাবি মতবাদ ইসরাইলের চেয়েও জঘন্য
বার্তা সংস্থা ইকনা: আসন্ন পবিত্র মহরম মাস উপলক্ষে আশুরার শোকানুষ্ঠান পালনে দায়িত্বশীল ব্যক্তিদের এক সমাবেশে হিজবুল্লাহর মহাসচিব এ মন্তব্য করেন। লেবাননের আল-আকবর সংবাদ মাধ্যম আজ (মঙ্গলবার) এ খবর দিয়েছে।

হিজবুল্লাহ প্রধান বলেন, তিনি মনে করেন, গোটা বিশ্বে ইসলামের ভাবমর্যাদা বিনষ্ট করার পেছনে ওহাবি মতবাদ দায়ী। তিনি আরো বলেন, ইসরাইলের চেয়েও ক্ষতিকরওহাবি। বিশেষ করে ওহাবি মতবাদের কাজ হচ্ছে অন্যকে ধ্বংস করার পাশাপাশি ইসলাম এবং এর মহিমান্বিত ইতিহাসের সঙ্গেসংশ্লিষ্ট বিষয়কে নির্মূল করা।

হাসান নাসরুল্লাহ বলেন, "ইসলামকে ধ্বংস করার প্রক্রিয়া ২০১১ সালেইশুরু হয়েছিল এবং এটা অবশ্যই শিয়া-সুন্নী কোনো বিষয় নয়। এই প্রক্রিয়া যে গুপ্তচরদের মাধ্যম শুরু হয়েছে তা স্পষ্ট। তাই এই ওহাবি মদবাদকে কোনঠাসা করা এবং একে নির্মূল করার সুযোগ আমাদেরকে নিতে হবে।"

চলমান সংঘাত শিয়া এবং সুন্নীর মতাদর্শের মধ্যে বিভক্তির কারণে ঘটেনিবলেও মন্তব্য করেন তিনি। তিনি আরো বলেন, "বর্তমানে ওহাবি মতবাদ এবং ইহুদিবাদীর চেয়েও যে বিষয়টি আরো মারাত্মক হুমকি সৃষ্টি করছে তা হচ্ছে ব্রিটিশ মার্কা শিয়া মতবাদ। আর এই মতবাদ তথাকথিত ভাড়াটে ধর্মীয় ব্যক্তিত্বদের মাধ্যমেই প্রসারিত হচ্ছে।"

লেবাননের মাটি থেকে ওহাবি মতাদর্শ উপড়ে ফেলার জন্য হিজবুল্লাহ যোদ্ধাদেরখুব বেশি প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করেন হাসান নাসরুল্লাহ। এছাড়া,সিরিয়ার ভূখণ্ড থেকে তাকফিরি সন্ত্রাসীদেরকে নির্মূল করার লক্ষ্যে দেশটির সরকারকে সহযোগিতা দিয়ে আসছে হিজবুল্লাহ।

iqna

captcha