IQNA

শিশুহত্যায় ইসরাইলের রেকর্ড

1:50 - January 07, 2017
সংবাদ: 2602312
আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি এক প্রতিবেদনে প্রকাশ হয়েছে, ইহুদীবাদি ইসরাইলের সৈন্যরা বিগত ১০ বছরের তুলনায় ২০১৬ সালে সর্বাধিক শিশু হত্যা করেছে এবং এজন্য তারা কোন জবাবদিহি করেনি।


বার্তা সংস্থা ইকনা: চাইল্ড ডিফেন্স অফ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এক প্রতিবেদনে ঘোষণা করেছে, ইসরায়েলি বাহিনী গত বছরে ৩৫ জন শিশুকে হত্যা করেছে এবং ৮৩ জন শিশুকে আহত করেছে।
এই অর্গানাইজেশন আরও বলেছে, ফিলিস্তিনি শিশুদের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ব্যবহারের জন্য ইসলাইলি সৈন্যদের কোন জবাবদিহি করতে হচ্ছে না।
উক্ত প্রতিবেদন অনুযায়ী, ২০১৬ সালে ৩২ জন ফিলিস্তিনি শিশু পশ্চিম তীরে নিহত হয়েছে। নিহত শিশুদের মধ্যে ১৬ থেকে ১৭ বছরের ১৯ জন এবং ১৩ থেকে ১৫ বছরের ১৩ জন রয়েছে।
চাইল্ড ডিফেন্স অফ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের পরিচালক রামাল্লা'র প্রেস টিভির সংবাদদাতা বলেছেন, বলা যেতে পারে, ইসরাইলি সেনারা ফিলিস্তিনি শিশুদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে অনুপ্রেরিত হয়। ইসরাইলি সেনারা দখলকৃত অঞ্চলে বেসামরিক নাগরিকদের রক্ষার্থে যে আইন রয়েছে তা মান্য করে না।
তিনি বলেন: আমাদের নিকট প্রমাণ রয়েছে যেখানে দেখা যায়, এসকল শিশুদের হত্যার কারার কোন কারনই নেই এবং তারা অহেতুক এসকল শিশুদের হত্যা করেছে। ফিলিস্তিনি শিশুরা কোন হুমকির কারণ হিসেবে গণ্য হয় না। অনেক ক্ষেত্রে দেখা যায়, ইসরাইলি সৈন্যরা শিশুদের শরীর গুলি বর্ষণ করে তাদের মৃত্যু নিশ্চিত করে।
হু্র্রিয়াত নাগরিক অধিকার সংস্থার সদস্য 'হেলমুল আরজা' বলেন: ফিলিস্তিনি শিশুদের হত্যা করার জন্য ইসরাইলি সেনাদের কোন বিচার করা হবে না বলে তারা নিশ্চিত। তাদের বিচারকার্য শুধুমাত্র দেখানোর জন্য; কারণ এখানে শুধু ফিলিস্তিনিরাই নিহত হচ্ছে।
যায়নবাদীরা ২০১৫ সালের অগাস্ট মাস থেকে ফিলিস্তিনি মুসল্লিদের আল আকসা মসজিদের প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছে। এরফলে অনেক মুসল্লিই মসজিদের ভিতরে প্রবেশ থেকে বঞ্চিত হয়েছেন।
ইসরাইলি সেনারা ২০১৫ সালের অক্টোবর মাস থেকে এ পর্যন্ত ২৪৪ জন ফিলিস্তিনি নাগরিককে হত্যা করেছে।
হিউম্যান রাইটস ওয়াচ ২য় জানুয়ারিতে ঘোষণা করেছে, ২০১৫ সালের অগাস্ট মাস থেকে ইসরাইলি সেনারা ১৫০ জনের অধিক ফিলিস্তিনি –যাদের মধ্যে অনেক শিশু এবং বয়স্ক রয়েছে- গুলি করে মর্মান্তিক ভাবে হত্যা করেছে।
মিডল ইস্টের 'এ' সংবাদ সংস্থা এক প্রতিবেদনে উল্লেখ করেছে, ইসরায়েলি সেনারা পশ্চিম তীরে ফিলিস্তিনি যুবকদের উদ্দেশ করে গুলি বর্ষণ করছে এবং তাদেরকে পক্ষাঘাতগ্রস্ত করছে।
বিডেল নামে প্রসিদ্ধ ফিলিস্তিনি রেসিডেন্সি এবং উদ্বাস্তু রাইটস রিসোর্স সেন্টারের প্রতিবেদন অনুযায়ী, ইসরাইলি সেনারা পশ্চিম তীরের শরণার্থী ক্যাম্প ডাহিশা'র ১৪ থেকে ২৭ বছরের ১৮ জন যুবকের পয়ে গুলি করেছে।
পশ্চিম তীর ফিলিস্তিনিদের বিক্ষোভে অংশগ্রহণকারীরা বলেছেন, "ক্যাপ্টেন নিদাল" এক ইসরাইলি কমান্ডার বলেছে, "আমরা তোমাদের অর্ধেককে পক্ষাঘাতগ্রস্ত করবে, যাতে বাকী অর্ধেক তোমাদের হুইলচেয়ার বহন করতে পারে!"
iqna


captcha