IQNA

নেদারল্যান্ডসে মসজিদে হামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে

22:39 - November 28, 2017
সংবাদ: 2604426
আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি তুরস্কের একটি বিশ্ববিদ্যালয় এক রিপোর্টে প্রকাশ করেছে, নেদারল্যান্ডে মসজিদে হামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
নেদারল্যান্ডসে মসজিদে হামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে

বার্তা সংস্থা ইকনা: ইস্তানবুলে "সাবাহ আল দ্বীন যায়িম" বিশ্ববিদ্যালয় গতকাল (২৭শে নভেম্বর) ঘোষণা করেছে, নেদারল্যান্ডস মানবাধিকারের প্রতিবেদন অনুযায়ী সেদেশে ২০১৬ সালে বিভিন্ন শহরের মসজিদসমূহে ৭২ বার হমালা চালানো হয়েছে। সেদেশের ইসলাম বিদ্বেষীরা এই হামলা চালিয়েছে।

অথচ ২০১৫ সালে মসজিদের বিরুদ্ধে ইসলাম বিদ্বেষীদের হামলার সংখ্যা ২৮ বার ছিল।

নেদারল্যান্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানবাধিকার বিষয়গুলির মধ্যে একটি হচ্ছে জাতিবিদ্বেষ এবং ইসলামোফোবিয়া।

সেদেশে বসবাসরত অভিবাসীদের মধ্যে নিরাপত্তার অভাব বিরাজ করছে। অভিবাসীদের মধ্যে সিরিয়া এবং তুরস্কের অভিবাসীরা সবচেয়ে বেশী ঝুঁকির মধ্যে রয়েছে। ইসলাম বিদ্বেষীরা তাদের উপর অধিক হামলা করে।

প্রতিবেদন অনুযায়ী, নেদারল্যান্ডে মোট ৪৭৫টি মসজিদ রয়েছে।

iqna


captcha