IQNA

লাতাকিয়ার সামরিক ঘাঁটিতে পুতিনের সঙ্গে বাশার আসাদের সাক্ষাৎ

21:42 - December 11, 2017
সংবাদ: 2604530
আন্তর্জাতিক ডেস্ক: আজ (সোমবার) সিরিয়ার লাতাকিয়ায় হেমেইমিম সামরিক ঘাঁটিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এবং বৈঠকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদ বলেছেন, সিরিয়ার জনগণ কখনোই রাশিয়ার সামরিক সহযোগিতার কথা ভুলবে না।

লাতাকিয়ার সামরিক ঘাঁটিতে পুতিনের সঙ্গে বাশার আসাদের সাক্ষাৎ


বার্তা সংস্থা ইকনা: রুশ প্রেসিডেন্টকে তিনি বলেছেন, সন্ত্রাসবাদ বিরোধী সংগ্রামে রুশ সেনারাও সিরিয়ার সেনাদের পাশাপাশি রক্ত দিয়েছে। এ জন্য তিনি রাশিয়ার সরকার ও জনগণকে ধন্যবাদ জানান।

এ সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, সিরিয়ায় তৎপর সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে দুই বছরে পরাজিত করা সম্ভব হয়েছে। সন্ত্রাসীরা যদি আবারও মাথা উঁচু করে তাহলে রাশিয়া এমন আঘাত হানবে যা তারা অতীতে কখনো দেখে নি।

সিরিয়া ইস্যুতে পুতিন মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি ও তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগানের সঙ্গেও কথা বলবেন। সিরিয়া সফর শেষে পুতিন মিশর গেছেন।

iqna

 

 

 

captcha