IQNA

রাহবারের উপস্থিতিতে ফাতেমা যাহরার (আ.) শাহাদত দিবস পালিত

0:25 - February 20, 2018
সংবাদ: 2605092
আন্তর্জাতিক ডেস্ক: নবী নন্দিনী হযরত ফাতেমা যাহরার (আ.) শাহাদত বার্ষিকী উপলক্ষে এক বিশাল শোকানুষ্ঠান ইসলামী বিপ্লবের মহামান্য রাহবার হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ী'র দপ্তরে পালিত হয়েছে।

রাহবারের উপস্থিতিতে ফাতেমা যাহরার (আ.) শাহাদত দিবস পালিত

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ৩রা জামাদিউস সানী হচ্ছে নবী নন্দিনী হযরত ফাতেমা যাহরার (আ.) শাহাদত দিবস। এ উপলক্ষে তিন দিন ব্যাপী ইসলামী বিপ্লবের মহামান্য রাহবার হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ী'র দপ্তরে বিশাল শোকানুষ্ঠান পালিত হয়েছে। গত ১লা জামাদিউস সানী থেকে শুরু হওয়া শোকানুষ্ঠান ৩রা জামাদিউস সানী পর্যন্ত প্রতিদিন মাগরিব ও এশার নামাযের পর উদযাপিত হয়েছে।

শোকানুষ্ঠানে ইসলামী বিপ্লবের মহামান্য রাহবার হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ী, ইরানের প্রেসিডেন্ট, স্পীকার, প্রধান বিচারপতিসহ উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইরানের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মুহাম্মাদি রাফিয়ী নবী নন্দিনী হযরত ফাতেমা যাহরার (আ.) মহিমান্বিত ব্যক্তিত্ব ও জীবনাদর্শের উপর আলোকপাত করেন।

উল্লেখ্য ইতিহাসের সাক্ষ্য অনুযায়ী নবী নন্দিনী হযরত ফাতেমা যাহরা (আ.) রাসুলের ওফাতের মাত্র ৭৫ দিন কিংবা ৯৫ দিন পর শাহাদত বরণ করেন।

iqna

captcha