IQNA

লেবাননের নির্বাচনের ফলাফলের প্রতিক্রিয়ায় ইসরাইলি শিক্ষামন্ত্রী

0:21 - May 08, 2018
1
সংবাদ: 2605705
আন্তর্জাতিক ডেস্ক: ইহুদিবাদী ইসরাইলের শিক্ষামন্ত্রী নাফতালি বেনেত লেবাননে হিজবুল্লাহর বিজয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছে, নির্বাচনের ফলাফল থেকে এটা স্পষ্ট লেবাননের সরকার ও হিজবুল্লাহর মধ্যে কোনো পার্থক্য নেই।


বার্তা সংস্থা ইকনা: ইসরাইলি শিক্ষামন্ত্রী হুমকি দিয়ে বলেছে, ইসরাইল লেবাননের সরকার ও হিজবুল্লাহকে অভিন্ন বলে মনে করে। এ কারণে ভবিষ্যতে যুদ্ধের সময় এ ক্ষেত্রে কোনো পার্থক্য করা হবে না। এর আগে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সঙ্গে সর্বশেষ যুদ্ধে পরাজিত হয়েছে ইহুদিবাদী ইসরাইল।
রোববার লেবাননে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে- ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ও তাদের মিত্ররা অর্ধেকের বেশি আসনে বিজয়ী হয়েছে। এই নির্বাচনে ৪৯.২ শতাংশ জনগণ অংশগ্রহণ করেছে। গত নয় বছরের মধ্যে এবারই প্রথম লেবাননে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো।
iqna

 

প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
nihgsndd
0
0
20
captcha