IQNA

গাজায় হামাসের ঘাঁটিতে ইসরাইলি হামলা

16:44 - May 17, 2018
সংবাদ: 2605774
আন্তর্জাতিক ডেস্ক: গতরাতে ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনের গাজার উত্তরে বেইত লাহিয়া শহরে হামাসের ঘাঁটিতে হামলা চালিয়েছে।


বার্তা সংস্থা ইকনা: ইসরাইলি সেনাবাহিনী একটি বিবৃতি গতরাতে গাজার উত্তরে বেইত লাহিয়া শহরে হামাসের ঘাঁটিতে হামলার খবর প্রকাশ করেছে।
এ ব্যাপারে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে, আকাশ পথে ইহুদিবাদী ইসরাইলের এই হামলায় একজন আহত হয়েছে।
এদিকে ইহুদিবাদী ইসরাইল দাবী করেছে, হামাস কয়েক দিন পূর্বে সিডরেভ শহরে হামলা চালিয়েছে। হামাসের এই হামলার জন্য গতরাতে তাদের ঘাটিতে বিমান হামলা চালানো হয়েছে।
গত সোমবার গাজায় ইসরাইলি সেনাদের হামলায় ৬০ ফিলিস্তিনি শহীদ হওয়ার পর গতরাতে বিমান হামলা চালানো হয়েছে।
গতরাতে বিমান হামলার কিছুক্ষণ পূর্বে ইহুদিবাদী ইসরাইলিরা বেশ কয়েকটি ট্যাঙ্ক দিয়ে গাজার সীমান্তে হামলা চালিয়েছে।
গত ডিসেম্বর থেকেই গাজা উপত্যকায় নতুন করে বিমান হামলা শুরু করেছে দখলদার ইসরাইল। বিমান হামলায় বহু ফিলিস্তিনি হতাহত হয়েছে।
২০০৬ সাল থেকে গাজার ওপর সর্বাত্মক অবরোধ আরোপ করে রেখেছে ইহুদিবাদী ইসরাইল। এর ফলে গাজা কার্যত বিশ্বের সর্ববৃহৎ জেলখানায় পরিণত হয়েছে।
iqna

 

captcha