IQNA

কাতারে সামরিক বাহিনীদের জন্য কুরআন প্রতিযোগিতা

17:11 - May 23, 2018
সংবাদ: 2605819
আন্তর্জাতিক ডেস্ক: কাতারে সামরিক বাহিনীদের জন্য ২২তম কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান ২১শে মে শুরু হয়েছে। এই প্রতিযোগিতায় সেদেশের বিভিন্ন সামরিক বাহিনীর ২৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেছেন।

 

বার্তা সংস্থা ইকনা: এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে কাতারের সশস্ত্র বাহিনীর প্রধান ঘানিম বিন শাহীন আল-ঘানিমের উপস্থিতি ছিলেন। সামরিক বাহিনীদের জন্য ২২তম কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান দুই সপ্তাহ ব্যাপী অব্যাহত থাকবে।

কাতারের সশস্ত্র বাহিনীর জন্য অনুষ্ঠিত কুরআন সংস্থা কমিটির চেয়ারম্যান আলী আহমাদ বারেক এ ব্যাপারে বলেন: এই প্রতিযোগিতায় কাতারের সশস্ত্র বাহিনীর সকল ইউনিটের সদস্যরা অংশগ্রহণ করেছে। আশাকরছি এই প্রতিযোগিতার ফাইনাল পর্বে প্রতিযোগিতার মধ্যে হাড্ডাহাড্ডি লড়ায় হবে।

কাতারের এই কর্মকর্তা বলেছেন: গত বছর এই প্রতিযোগিতায় ১৯৮ জন অংশগ্রহণ করেছে এবং তার আগের বছরে ১৭৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে। এই বছরে অংশগ্রহণকারীর সংখ্যা সবচেয়ে বেশী।

আলী আহমাদ বারেক আরও বলেন: কাতারে সামরিক বাহিনীদের জন্য ২২তম কুরআন প্রতিযোগিতা মোট ৭টি বিভাগে অনুষ্ঠিত হবে। বিভাগগুলো যথাক্রমে সম্পূর্ণ কুরআন হেফজ, ২৫ পারা হেফজ, ২০ পারা হেফজ, ১৫ পারা হেফজ, ১০ পারা হেফজ, ৫ পারা হেফজ, এবং ৩ পারা হেফজ।

উল্লেখ্য, এই প্রতিযোগিতা কাতরের ইসলামী মন্ত্রণালয়ের কুরআন হেফজ বিভাগের সহযোগিতায় সেদেশের রাজধানী দোহার আস-সাদ এলাকার সামরিক ক্রীড়া ইউনিয়ন অনুষ্ঠিত হচ্ছে। এই প্রতিযোগিতায় সেদেশের বিভিন্ন সামরিক বাহিনীর ২৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেছেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সংখ্যা অধিক হওয়ার করণে এই প্রতিযোগিতার অনুষ্ঠান টানা দুই সপ্তাহ ব্যাপী অনুষ্ঠিত হবে।

iqna

 

captcha