IQNA

আমিরুল মু'মিনিন আলীর (আ.) দৃষ্টিতে শবে কদর

21:57 - June 07, 2018
সংবাদ: 2605932
আমিরুল মু’মিনিন হযরত আলী(আ.) বলেছেন, মহান আল্লাহ তোমাদের কাছ থেকে শবে কদরকে এজন্য গোপন রেখেছেন যে তোমরা যদি জানতে তাহলে অন্যদিন গুলোতে ইবাদত করতে না শুধুমাত্র ঐ রাতেই ইবাদত করতে।



বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: শবে কদর সম্পর্কে ইমাম আলীর(আ.) কাছে প্রশ্ন করা হলে তিনি বলেন,

মহান আল্লাহ তোমাদের কল্যাণের জন্য এবং তোমাদেরকে সাহায্য করার জন্য শবে কদরকে তোমদের জন্য গোপন রেখেছেন। কেননা আল্লাহ যদি তোমাদেরকে সঠিকভাবে জানিয়ে দিতেন তাহলে তোমরা শুধুমাত্র ঐ রাত্রে ইবাদত করতে আর অন্য সময় ইবাদত করা ছেড়ে দিতে।

শবে কদর রমজান মাসেই আছে। কিন্তু কোন তারিখে তা নির্দিষ্ট করে দেয়া হয় নি। পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে:

"شَهْرُ رَمَضانَ الَّذِي أُنْزِلَ فِيهِ الْقُرْآنُ هُدىً لِلنَّاسِ وَ بَيِّناتٍ مِنَ الْهُدى‏ وَ الْفُرْقانِ

রমযান মাস, যাতে কুরআন অবতীর্ণ হয়েছে, যা মানবজাতির জন্য দিশারী এবং এতে পথনির্দেশ ও সত্য ও মিথ্যার পার্থক্যকারী সুস্পষ্ট নিদর্শন আছে।

শবে কদর কোন দিনে সে সম্পর্কে কয়েক ধরনের হাদিস বর্ণিত হয়েছে: একটিতে বলা হয়েছে রমজান মাসের শেষ ১০ দিন:

"نَعَم، هِيَ لَيلَةُ القَدر، وهِيَ مِن كُلِّ سَنَةٍ في شَهرِ رَمَضانَ فِي العَشرِ الأَواخِر

আর একটিতে বলা হয়েছে: শবে কদরকে ১৯, ২১ এবং ২৩ রমজানে খোজ কর:

:" اطْلُبْهَا فِي تِسْعَ عَشْرَةَ وَ إِحْدَى وَ عِشْرِينَ وَ ثَلَاثٍ وَ عِشْرِينَ

অন্যটিতে বলা হয়েছে: ২১ এবং তেইশের রাতে শবে কদরকে খোজ কর,

 

আর একটিতে বলা হয়েছে: ২৩ রমজান হচ্ছে শব কদর,

" لَيلَةُ القَدرِ لَيلَةُ ثَلاثٍ وعِشرينَ

একদা একজন রাসূলের কাছে জিজ্ঞাসা করল আমি অনেক দূরে থাকি আমার পক্ষে বেশী করে মদিনায় আসা সম্ভব নয় নির্দিষ্ট করে একটি রাত আমাকে বলুন, রাসূল(সা.) বললেন: ২৩শে রমজান।

আর একটিতে বলা হয়েছে: ১৯ শে রমজান সিদ্ধান্ত নেয়া হয়, ২১ রমজান পাকাপোক্ত করা হয় আর ২৩ রমজান স্বাক্ষর করা হয়।

captcha