IQNA

ফ্রান্সে ইসলাম বিদ্বেষীর দায়ে ডানপন্থী ১০ কর্মীর বিচার

20:33 - June 29, 2018
সংবাদ: 2606094
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের বিচার বিভাগের একটি সূত্র জানিয়েছে, মুসলমানদের উপর হামলার অভিযোগে গতকাল (১৮শে জুন) থেকে ডানপন্থী ১০ কর্মীর বিচার শুরু হয়েছে।


বার্তা সংস্থা ইকনা: ইসলাম বিদ্বেষী এবং মুসলমানদের উপর হামলার দায়ে ফ্রান্সের পুলিশ কয়েক দিন পূর্ব ৩২ থেকে ৬৯ বছরের মধ্যে ৯ জন পুরুষ এবং ১ জন নারীকে গ্রেফতার করেছে। জিজ্ঞাসাবাদের পর এসকল ইসলাম বিদ্বেষীরা ১৭ই জুন রাতে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছে।
ফ্রান্সের বিচার বিভাগের কর্তৃপক্ষ এবং সেদেশের সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, এই দশ জনের দলের নাম 'Action des Forces opérationnelles"। তারা একত্রিত হয়ে ফ্রান্সের বিভিন্ন মসজিদের পেশ ইমাম, হিজাবী নারী এবং সদ্য মুক্তিপ্রাপ্ত ইসলাম পন্থীদের উপর হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছিল।
ফ্রান্স কাউন্টার টেরোরিষ্ট সার্ভিসের সদস্যরা একটি এক্সপ্লোরেশন অপারেশনের মাধ্যমে ডানপন্থী এই ১০ কর্মী গ্রেফতার করেছে। ফ্রান্স কাউন্টার টেরোরিষ্ট সার্ভিসের সদস্যরা বলেছে, তদন্ত করে দেখা গেছে যে, এসকল সন্দেহভাজন মুসলমানদের বিরুদ্ধে সহিংসতামূলক হামলা চালাতে চেয়েছিল।
iqna

 

 

captcha