IQNA

ডেনমার্কে "আল-শাবাব" সন্ত্রাসী দলের সদস্যের তিন বছর জেল

23:49 - July 03, 2018
সংবাদ: 2606125
আন্তর্জাতিক ডেস্ক: ডেনমার্কের একটি আদালত সন্ত্রাসী গোষ্ঠী আল শাবাবের একজন ডেনিশ সদস্যকে তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে।

রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব সম্প্রদায়কে যা বললেন জাতিসংঘের মহাসচিব
বার্তা সংস্থা ইকনা: সুমালির (আফ্রিকার একটি দেশে) বংশোদ্ভূত ২৪ বছরের আহমাদ শৈশবকালে ডেনমার্কের অভিবাসী হয় এবং সেদেশের নাগরিকত্ব অর্জন করে। তিনি গত ৯ বছর ইংল্যান্ডের ম্যানচেস্টারে বসবাস করতেন।
ব্রিটিশ পুলিশের তথ্য অনুযায়ী, আত্মঘাতী বোমারু সালমান ওবিইদির ঘনিষ্ঠ বন্ধু ছিল আহমাদ। সালমান ওবিইদি ২০১৭ সালে ম্যানচেস্টার এরিনা স্টেডিয়ামে আত্মঘাতী হামলা চালায়। এই হামলায় ২২ জন নিহত হয়েছে।
এই তথ্য অনুযায়ী, আহমাদ তার দুই বোনকে সিরিয়া যেয়ে দায়েশ তথা আইএসের যোদ্ধাদের স্ত্রী হওয়ার জন্য উৎসাহিত করেছে।
ব্রিটিশ সৈন্যদের সহযোগিতায় ডেনমার্কের সৈন্যরা আহমাদকে ২০১৭ সালে গ্রেফতার করেছে। আদালতে আহমাদ স্বীকার করেছে যে সে সন্ত্রাসী গোষ্ঠী আল-শাবাবের সদস্য ছিল। এই সন্ত্রাসী গোষ্ঠী হয়ে আহমাদ আল শাবাবের জন্য সদস্য জোগাড় করত।
iqna

 

captcha