IQNA

ইমাম হুসাইন (আ.)এর মাযারের নিকটে অগ্নিসংযোগ

20:18 - August 10, 2018
সংবাদ: 2606424
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের পবিত্র নগরী কারবালায় ইমাম হুাসইন (আ.)এর পবিত্র মাযারের কাছে একটি হোটেলে অগ্নিসংযোগের ফলে দুই জন নিহত হয়েছে।

 

বার্তা সংস্থা ইকনা: কারবালার সিভিল ডিফেন্স অফিস ঘোষণা করেছে, গতকাল (৯ম আগস্ট) সন্ধ্যায় ইমাম হুাসইন (আ.)এর পবিত্র মাযারের নিকটে একটি হোটেলে অগ্নিসংযোগের ফলে দুই জন নিহত হয়েছে।

কারবালার সিভিল ডিফেন্স অফিসের প্রধান কাযেম সালমান বুহান এ ব্যাপারে বলেন: এই অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত দু'জনকে সঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করেছে। তবে কারবালার সিভিল ডিফেন্স কর্মীগন হোটেলের ভিতরে আটকে থাকা ৫০০ জন অতিথির জীবন রক্ষা করতে সক্ষম হয়েছে।

তিনি বলেন: ইমাম হুসাইন (আ.)এর মাযারের ৫০ মিটারের মধ্যে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মাযারের আশেপাশে ব্যাপক ভিড় হওয়া সত্ত্বেও অগ্নিনির্বাপক দল আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

এই অগ্নিকাণ্ডের ফলে ব্যাপক ক্ষতি হয়েছে।

iqna

captcha