IQNA

চীনে মসজিদ ভাঙার সিদ্ধান্তের প্রতিবাদে মুসলমানদের বিক্ষোভ

15:59 - August 11, 2018
সংবাদ: 2606429
আন্তর্জাতিক ডেস্ক: চীনের পশ্চিমাঞ্চলের একটি মসজিদ ভেঙে ফেলার সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করে দেশটির শত শত মুসলিম বিক্ষোভ করছেন। সরকারিভাবে বলা হচ্ছে, পার্বত্য অঞ্চল নিংজিয়া এলাকার ওয়াইঝো মসজিদটি সঠিক কাঠামো মেনে নির্মাণ করা হয়নি। সে কারণে ওই ভবন ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

বার্তা সংস্থা ইকনা: তবে মুসলমানরা সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। মুসল্লিরা সেখানে নিয়মিত নামাজ আদায় করছেন। তাদের দাবি, ভাঙা তো দূরের কথা, সরকারকে ওই মসজিদ স্পর্শ করতেও দেওয়া হবে না।

চীনে ২৩ মিলিয়ন মুসলমান বসবাস করে। তার মধ্যে নিংজিয়া প্রদেশে সবচেয়ে বেশি মুসলমানের বাস। তারা বলছেন, মধ্যপ্রাচ্যের মসজিদের আদলে নির্মাণ করার জেরে মসজিদটি সরকারের রোষানলে পড়েছে।

মানবাধিকার কর্মীরা বলছেন, চীনে বরাবরই মুসলমানদের ওপর নিপীড়ন চালানো হচ্ছে। কোনো রকম বিরুদ্ধ মত সহ্য করা হচ্ছে না। মসজিদটি ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত তারই ধারাবাহিকতা মাত্র।

৬০০ বছরের প্রাচীন ওই মসজিদের বেশ কয়েকটি গম্বুজ এবং মিনার রয়েছে। অনেকটাই মধ্যপ্রাচ্যের আদলে নির্মাণ করা। ওই এলাকার মুসলমানদের কাছে মসজিদটি বেশ জনপ্রিয়।

কিন্তু সরকারিভাবে বলা হচ্ছে, অনুমোদন এবং ভবন নির্মাণের বৈধ কাঠামো ছাড়াই মসজিদটি নির্মাণ করা হয়েছে। সে কারণে গত ৩ আগস্ট  এক নোটিশে জানানো হয়েছে, মসজিদটি ভেঙে ফেলতে হবে।

iqna

 

captcha