IQNA

ইসরাইলি সেনাদের গুলিতে আহত ফিলিস্তিনির মৃত্যু

23:28 - August 11, 2018
সংবাদ: 2606433
আন্তর্জাতিক ডেস্ক: ইহুদিবাদী ইসরাইলের সেনাদের গুলিতে মারাত্মকভাবে আহত এক ফিলিস্তিনি মৃত্যুবরণ করেছেন। শুক্রবার গাজা এবং ইসরাইল অধিকৃত ভূখণ্ডের সীমান্তে দখলদার-বিরোধী বিক্ষোভের সময় তিনি আহত হন।


বার্তা সংস্থা ইকনা: নাম প্রকাশে অনিচ্ছুক ফিলিস্তিনের একটি মেডিক্যাল সূত্র বলেছে, আজ (শনিবার) আহমেদ জামাল সুলায়মান আবু লুলি মারা যান। শুক্রবার রাফা শহরে ইসরাইল-বিরোধী ‘গ্রেট মার্চ অব রিটার্ন’ করতে গিয়ে তার পিঠের নিচের অংশে গুলি লাগে।

গতকালের বিক্ষোভের সময় ইহুদিবাদী সেনাদের গুলিতে একজন প্যারামেডিকসহ আরো দুই ফিলিস্তিনি শহীদ ও কয়েকশ’ মানুষ আহত হন। বিক্ষোভে গাজার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। এর আগে ইসরাইল গাজা উপত্যকার ওপর ব্যাপক বিমান হামলা চালায়। তিন ফিলিস্তিনির দাফন অনুষ্ঠানে আজ হাজার হাজার মানুষ অংশ নেন। এ সময় ফিলিস্তিনিরা ইসরাইল-বিরোধী স্লোগান দেন। পার্সটুডে

captcha