IQNA

মিয়ানমার ও বাংলাদেশে রোহিঙ্গা শিশুরা উপযুক্ত শিক্ষা পাচ্ছে না: ইউনিসেফ

2:41 - August 24, 2018
সংবাদ: 2606542
মিয়ানমারে ও বাংলাদেশে লাখ লাখ রোহিঙ্গা শিশু উপযুক্ত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু ফান্ড ইউনিসেফ। মিয়ানমারের এসব মুসলিম শিশু 'লস্ট জেনারেশনে' পরিণত হতে পারে বলে সংস্থাটি সতর্ক করে দিয়েছে।

মিয়ানমার ও বাংলাদেশে রোহিঙ্গা শিশুরা উপযুক্ত শিক্ষা পাচ্ছে না: ইউনিসেফবার্তা সংস্থা ইকনা: ইউনিসেফের মুখপাত্র সাইমন ইনগ্রাম জেনেভায় এক সংবাদ সম্মেলনে বলেছেন, "আমরা রোহিঙ্গাদের নতুন প্রজন্মের চলমান ক্ষতি ও ভবিষ্যৎ ক্ষতির ঝুঁকির কথা বলছি। আমরা শুধু বাংলাদেশে বসবাসকারী পাঁচ লাখ শিশুর কথা বলছি না। আমরা তাদের কথাও বলছি যারা মিয়ানমারের রাখাইন রাজ্যে রয়ে গেছে। তাদের শিক্ষার সুযোগ একেবারেই সীমিত।"

মিয়ানমার-বাংলাদেশ সীমান্তের দুই পাড়ে বসবাসরত রোহিঙ্গা শিশুদের ভবিষ্যৎ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ইউনিসেফের মুখপাত্র আরও বলেছেন, যেসব রোহিঙ্গা শিশু মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে তারাও নানা ধরণের ঝুঁকি মোকাবেলা করছে। নানা ধরণের অসুখে ভুগছে এবং বন্যার ঝুঁকির মধ্যে রয়েছে।

ইউনিসেফের আরেক মুখপাত্র আলেস্টেয়ার লসন টেনক্রেড বলেছেন, বাংলাদেশ সরকার শরণার্থীদেরকে প্রচলিত শিক্ষা ব্যবস্থা থেকে দূরে রাখছে। কারণ দেশটির সরকার আশঙ্কা করছে রোহিঙ্গারা সেদেশে স্থায়ীভাবে থেকে যেতে পারে। পার্সটুডে

 
captcha