IQNA

মাহদাভিয়াতকে যুগোপযোগী করে উপস্থাপন করতে হবে

23:50 - September 24, 2018
1
সংবাদ: 2606798
ইমাম মাহদী(আ.) আল্লাহর হুজ্জাত তিনি আমাদের হেদায়েতের জন্য নির্ধারিত হয়েছেন। সুতরাং আমাদের জানতে হবে যে তিনি আমাদের কাছে কি চান এবং তার প্রতি আমাদের কর্তব্য কি।


বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমাম মাহদীর অনুসারী হওয়ার অর্থ এই নয় যে আমরা সমস্যায় পড়লে তার স্মরণ করব বরং সর্বদা তার স্মরণ করতে হবে এবং তাকে ডাকতে হবে।

ইমাম মাহদীকে আমাদের জীবনের সব ক্ষেত্রে স্থান দিতে হবে, তাকে আমাদের পরিবারের একজন প্রধান সদস্য হিসাবে দেখতে হবে।

হযরত মুহাম্মদ মোস্তফা (সা.) বলেছেন: তোমাদের মধ্যে যে কেহ ইমাম মাহ্‌দীকে পাবে, তাঁর উপর ঈমান আনবে এবং তাঁকে আমার সালাম পৌঁছাবে।

যেহেতু, হযরত ইমাম মাহদী (আ.) সকল ধর্মের উপর ইসলামকে জয়যুক্ত করার উদ্দেশ্যে, কুর’আনের শিক্ষাকে বিশ্বমানবের মাঝে প্রতিষ্ঠা, প্রচার ও সম্প্রসারণের বিরাট দায়িত্ব পালন করবেন এবং অন্যান্য ধর্মের অযৌক্তিকতা ও অসারতা প্রতিপন্ন করে ইসলামের বিজয় নিশ্চিত করবেন সেহেতু, রসূলে মকবুল (সা:), ইমাম মাহদী (আঃ) কে সাহায্য করা ও তাঁর আহবানে সাড়া দেওয়াকে প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব (অবশ্য কর্তব্য) বলে ঘোষণা করেছেন।

তিনি (সা:) বলেছেন: প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব হবে সর্বতোভাবে ইমাম মাহদীর সাহায্য করা অথবা তাঁর ডাকে সাড়া দেয়া।

প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
আজ্ঞাতনামা
0
0
ইমাম মাহদী আঃ কে স্মরণ করা ও ডাকার পদ্ধতি কি?
captcha