IQNA

গোনাহ না করলে ইমাম জামান আমাদের সাক্ষাতে আসবেন

17:58 - October 23, 2018
সংবাদ: 2607086
মহানবী হযরত মুহাম্মাদ(সা.) একটি হাদিসে সব থেকে ভাল আমলসমূহের কথা উল্লেখ করেছেন। যার উপর আমল করলে মানুষের জীবন সুখে শান্তিতে ভরে যাবে।

বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: আমরা সর্বদা কিভাবে ভাল থাকা যায় সেই সম্পর্কে জানা ও বোঝার চেষ্টা করি এবং সেই ভাবে চলার চেষ্টা করি। কিন্তু ইসলামের এমন কিছু নির্দেশ রয়েছে যা পালন সরলে খুব সহজেই আমরা সুখে শান্তিতে থাকতে পারি।

হাদিসে বর্ণিত হয়েছে:

كنز العمّال عن خالد بن الوليد: جاء رجلُ إلى رسولِ اللّه ِ صلى الله عليه و آله ، ... قالَ: أيّ حَسَنَةٍ أفضلُ عندَ اللّه ِ؟ قالَ : حُسنُ الخُلقِ و التّواضُعُ و الصّبرُ على البَلِيّةِ و الرِّضاءُ بالقَضاءِ . قالَ : أيُّ سَيّئةٍ أعظَمُ عِند اللّه ِ ؟ قالَ : سُوءُ الخُلقِ و الشُّحُّ المُطاعُ.

মহানবীর(সা.) কাছে প্রশ্ন করা হল আল্লাহর নিকট সব থেকে উত্তম ও ভাল কাজ কোনটি? মহানবী(সা.) বললেন: বিনয়, নমনীয়তা, সদাচার, শিষ্টাচার, বিপদে ধৈর্য ধারণ করা এবং আল্লাহ আমাদের যা দান করেছেন তার প্রতি সন্তুষ্ট থাকা। আবার প্রশ্ন করা হল আল্লাহর নিকট সব থেকে খারাপ কাজ কি? মহানবী(সা.) বললেন: জনগণের উপর রাষ্ট্রনায়কের খারাপ আচরণ এবং কৃপণতা।

captcha