IQNA

সৌদি, মিশর ও আমিরাতের নিকটে অস্ত্র বিক্রি বন্ধ করে দিয়েছে নেদারল্যান্ডস

17:39 - November 30, 2018
সংবাদ: 2607395
আন্তর্জাতিক ডেস্ক: নেদারল্যান্ডসের পররাষ্ট্র বাণিজ্য ও উন্নয়ন মন্ত্রী "সিখরিড কাখ" সৌদি আরব, মিশর ও আমিরাতের নিকটে অস্ত্র বিক্রি বন্ধ করে দেয়ার খবর জানিয়েছেন।

বার্তা সংস্থা ইকনা: নেদারল্যান্ডসের পররাষ্ট্র বাণিজ্য ও উন্নয়ন মন্ত্রী "সিখরিড কাখ" আজ (৩০শে নভেম্বর) সংসদ প্রতিনিধিদের প্রশ্নের উত্তরে বলেছেন: আপাতত তিনটি দেশের নিকটে অস্ত্র বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে। এই তিনটি দেশ হচ্ছে সৌদি আরব, মিশর এবং আমিরাত। যতক্ষণ পর্যন্ত এসকল দেশ ক্রয়কৃত অস্ত্র ইয়েমেনে যুদ্ধে জন্য ব্যবহার করবে, ততক্ষণ পর্যন্ত তাদের নিকট অস্ত্র বিক্রয় বন্ধ থাকবে। যদি তারা এসকল অস্ত্র ইয়েমেনের বিরুদ্ধে ব্যবহার না করে তাহলে তাদের নিকটে পুনরায় অস্ত্র বিক্রি শুরু করা হবে।
তিনি বলেন: নেদারল্যান্ডসের সরকার অস্ত্র রপ্তানির ক্ষেত্রে কঠোর পদক্ষেপ অবলম্বন করেছে। ইয়েমেনের বিরুদ্ধে এসকল অস্ত্র ব্যবহার করলে তাদের নিকটে অস্ত্র বিক্রয় বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে এদেশের সরকার।
সিখরিড কাখ আরও বলেন: সৌদি আরবে অস্ত্র রপ্তানির ক্ষেত্রে আরও কঠিন নিয়ম প্রয়োগ করা হয়েছে। এই নিয়ম মিশর ও সংযুক্ত আরব আমিরাতের ক্ষেত্রেও প্রযোজ্য।
iqna

 

captcha