IQNA

সিরিয়ায় দায়েশের সদস্যদের আত্মসমর্পণ

18:55 - February 21, 2019
সংবাদ: 2607981
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার বাগুয শহরে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সদস্যরা তাদের পরিবার সহকারে গণতান্ত্রিক বাহিনী “কাসাদ”-এর নিকটে আত্মসমর্পণ করেছে।

বার্তা সংস্থা ইকনা: গতকাল (২০শে ফেব্রুয়ারি) সিরিয়ার দেইর-আজ-জোর প্রদেশের বাগুয শহরে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের অবশিষ্ট সদস্যরা তাদের পরিবার সহকারে গণতান্ত্রিক বাহিনী “কাসাদ”-এর নিকটে আত্মসমর্পণ করেছে।
কিছু ফিল্ড রিপোর্টর জানিয়েছেন, ৬০ থেকে ৮০টি ট্রাকে আইএস তথা দায়েশ ও তাদের পরিবারবর্গের ২০০০ সদস্য সিরিয়ার গণতান্ত্রিক বাহিনী কাসাদের নিকটে আত্মসমর্পণ করেছে।
কাসাদ ও আন্তর্জাতিক জোট বাহিনীর সাথে একটি চুক্তির মাধ্যমে এই অপারেশনটি সম্পন্ন করা হয়। এই চুক্তিপত্রের মাধ্যমে বেসামরিক নাগরিকদের নিরাপদ এলাকায় স্থানান্তর করা হবে এবং আমেরিকান বাহিনী তাদের সকলকে পর্যবেক্ষণ করবে। iqna

 

captcha