IQNA

ইমাম মাহদীকে ভালবাসার পদ্ধতি

4:39 - February 22, 2019
সংবাদ: 2607990
ইমাম মাহদীর আসল এবং সঠিক তথা প্রকৃত অনুসারীদের সাথে আমাদের বিস্তর ফারাক রয়েছে। কেননা তারা ইমামের জন্য তাদের সব কিছু এমনকি জীবনও উৎসর্গ করতে পারে। আর আমাদের আমাদের অলসতার কারণে ইমামের কত ইচ্ছাকে ধুলাই মিশিয়ে দিচ্ছি।

বার্তা সংস্থা ইকনা: ইমাম মাহদীর অনুসারীদের অন্তর ইমামের ভালবাসায় পরিপূর্ণ। তাদের এই ভালবাসা এতটাই গভীর যে, তারা ইমাম যে ঘোড়ায় চরবেন সেই ঘোটার পিঠে যে বসার আসন থাকবে সেটাকেও তারা বরকতময় হিসাবে ব্যবহার করবে।

ইমাম সাদিক(আ.) বলেছেন: তারা ইমামের ব্যবহৃত সকল জিনিসকেই বরকতময় মনে করবে এবং তা থেকে উপকৃত হবে।

মোটকথা হচ্ছে ইমামগণ হলেন পবিত্র মাসূম তাদের কোন গোনাহ নই তারা হচ্ছেন পাক ও পবিত্র। সুতরাং তার কাছে বা সাথে যে জিনিসটিই থাকতে তা বরকমতময় হবে। অনুরূপভাবে যাই তিনি ব্যবহার করবেন তাও অনেক মূল্যবান ও বরকতপূর্ণ হবে।

captcha