IQNA

মিশরের আল-ঘরদাকা জাদুঘরে পবিত্র কুরআনের বিরল পাণ্ডুলিপি প্রদর্শন

20:39 - June 21, 2020
সংবাদ: 2610999
তেহরান (ইকনা): মিশরের বাহর আল-আহমার প্রদেশের আল-ঘরদাকা শহরের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন যাদুঘরে প্রথমবারের মতো পবিত্র কুরআনের একখণ্ড বিরল পাণ্ডুলিপি প্রদর্শন করা হবে।

পবিত্র কুরআনের এই পাণ্ডুলিপিটি ১২৫৯ হিজরিতে (১৮৩৪ খ্রিস্টাব্দ) অটোমান আমলের ইতিহাসবিদ সাইয়্যেদ আলী আল-নুরি লিখেছেন। এই অনন্য ও বিরল পাণ্ডুলিপিটি আল-ঘরদাকা যাদুঘরে সংরক্ষিত রয়েছে।

পবিত্র কুরআনের এই পাণ্ডুলিপির প্রথম পৃষ্ঠাতে বর্ণিল এবং ফুলের মোটিভ দিয়ে চিত্রিত হয়েছে এবং এই পৃষ্ঠায় সূরা "ফাতিহা" লেখা হয়েছে এবং দ্বিতীয় পৃষ্ঠায় সূরা বাকারা’র সূচনা হয়েছে।

মিশরের পর্যটন ও প্রত্নতত্ত্ব মন্ত্রী খালেদ আনানী ঘোষণা করেছেন: মিশরের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক শিল্পসমূহ এই যাদুঘরে সংরক্ষিত রয়েছে। এসকল অমূল্য শিল্পসমূহ প্রায় ২ হাজারের অধিক হবে। করোনা বিপর্যয়ের পরে এটি জনগণের উদ্দেশ্যে পুনরায় খোলা প্রথম মিশরীয় জাদুঘর। দর্শনার্থী এবং পর্যটকদের স্বাগত জানাতে প্রয়োজনীয় সকল সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের চেষ্টা করা হবে। iqna

captcha