IQNA

ইহুদি বসতি স্থাপনাকারীরা সন্ত্রাসী চক্র গড়ে তুলছে: ফিলিস্তিনি কর্মকর্তা

22:31 - March 30, 2021
সংবাদ: 2612533
তেহরান (ইকনা): ফিলিস্তিনের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বলেছেন, পশ্চিম তীরে অবধৈ ইহুদি বসতি স্থাপনকারীরা সাধারণ ফিলিস্তিনিদের ওপর হামলা চালানোর জন্য বিভিন্ন রকমের চক্র গড়ে তুলছে।  
ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের কর্মকর্তা গাসান দাগলাসের বরাত দিয়ে ফিলিস্তেনের বার্তা সংস্থা ওয়াফা এ খবর দিয়েছে। গাসান দাগলাস ইসরাইলের বসতি স্থাপন কার্যক্রম পর্যব্ক্ষেণ করে থাকেন। তিনি বলেন, যেসমস্ত উগ্রবাদী ইহুদি বসতি স্থাপনকারী ‘প্রাইস ট্যাগ’-এর সদস্য তারা বর্তমানে পশ্চিম তীরের উত্তরে সালফিট শহরে তৎপরতা চালাচ্ছে।  
 
গাসান দাগলাস বলেন, এই উগ্রবাদীরা ফিলিস্তিনি জনবসতিতে ভাংচুর ও সহিংসতা চালাচ্ছে। পাশাপাশি মুসলমানদের পবিত্র স্থাপনাগুলোতেও তারা হামলা চালাচ্ছে।  
 
স্থানীয় ফিলিস্তিনি কর্মকর্তা জানান, অবৈধ ইহদি বসতি স্থাপনকারীরা গত রোববার বিকেলে সালফিট শহরের পশ্চিমে কাফ্‌র আদ-দিক শহরে একজন ফিলিস্তিনি নাগরিকের ওপর হামলা চালায়। এছাড়া, খালেত হাসান এলাকায় আরো দুই ফিলিস্তিনির ওপর গুলি  চালানো হয়েছে। এতে তারা আহত হন। পার্সটুডে
captcha