IQNA

বিগত ৬ মাসে সৌদির হামলার ফলে ইয়েমেনের শতাধিক শিশু নিহত হয়েছে; ইউনিসেফ

23:48 - October 04, 2015
সংবাদ: 3379504
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরব বিগত ছয় মাস ধরে ইয়েমেনে হামলা চালাচ্ছে। এ হামলার ফলে এপর্যন্ত ইয়েমেনের ৫০৫ জন শিশু নিহত ও ৭০২ জন শিশু আহত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: ইউনিসেফ ঘোষণা করেছে: মানবিক সঙ্কটের ফলে বর্তমানে ইয়েমেনের ১৭ লাখ শিশু পুষ্টি হীনতায় ভুগছে।
ইয়েমেনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ‘মানসুর হাদি’কে ক্ষমতায় ফিরিয়ে আনার অজুহাতে সৌদি আরব ও তাদের মিত্ররা এপ্রিল মাস থেকে ইয়েমেনে হামলা চালাচ্ছে। সৌদি ও তাদের মিত্রদের হামলার ফলে এপর্যন্ত ইয়েমেনের শতাধিক শিশু নিহত হয়েছে।
ইউনিসেফ ঘোষণা করেছে: ইয়েমেনের ১২ লাখ শিশু ৫ বছরের কম বয়সী। এসকল শিশু সংযমী অপুষ্টিতে ভুগছে এবং ৫৩ হাজার শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে।
এছাড়াও জাতিসংঘের শিশু তহবিল ঘোষণা করেছে: ইয়েমেনে মোট এক কোটি শিশু তথা  ৮০ শতাংশ জনগণই ১৮ বছরের নিচে। এ সকল শিশুদের মানবিক সহায়তা অতি জরুরী হয়ে দাঁড়িয়েছে।
ইউনিসেফের প্রতিনিধি ‘জুলিয়ান হারনিস’ বলেন: প্রতিদিনই ইয়েমেনের শিশুদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে। তাদের বাড়ী, স্কুল এবং তাদের সম্প্রদায় ধ্বংস হচ্ছে। অপুষ্টিটার ফলে তাদের জীবনও ঝুঁকির সম্মুখে অবস্থান করছে।
ইয়েমেনে এপর্যন্ত সৌদি আরব যে হামলা চালিয়েছে তারমধ্যে আকাশ পথে ৪১টি হামলার ফলে যে সকল স্কুল ধ্বংস হয়েছে তার দরুন ২০ লাখ শিশুর পড়ালেখা বন্ধ রয়েছে।
3377931

captcha