IQNA

নাইজেরিয়ার শিয়া নেতার মুক্তির দাবিতে নিউ ইয়র্কে বিক্ষোভ

0:21 - December 20, 2015
সংবাদ: 3467083
আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার মুসলমানরা নিউ ইয়র্কে জাতিসংঘে নাইজেরিয়ার অফিসের সামনে নাইজেরিয়ার শিয়া আলেম ও নেতা আল্লামা শেখ ইব্রাহিম জাকজাকির মুক্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন।

বার্তা সংস্থা ইকনা:  বিক্ষোভকারীরা নাইজেরিয়ার মুসলমানদের বিরুদ্ধে সে দেশের সামরিক বাহিনীর নিপীড়নের নিন্দা জানায় এবং জাতিসংঘে নাইজেরিয়ার অফিসের সামনে নাইজেরিয়ার শিয়া আলেম ও নেতা শেখ জাকজাকির মুক্তির দাবি করেন।
আমেরিকার এক মুসলিম সক্রিয় কর্মী আলী নাকাভী বলেন: “নাইজেরিয়ার সামরিক বাহিনী কোন কারণ ছাড়াই যেসকল মুসলমানদের গ্রেফতার করেছে, তাদের সহকারে সেদেশের মুসলমানদের নেতা আল্লামা শেখ ইব্রাহিম জাকজাকির নিঃশর্তে ও অবিলম্বে মুক্তির দাবি জানাচ্ছি”।
আমেরিকায় মুসলমানদের কংগ্রেসের সদস্য এবং প্রেস টিভির সাংবাদিক সাঈদ ইলিয়া বলেন: “নাইজেরিয়ার ইসলামী আন্দোলন সংগঠন পুরো আফ্রিকান মহাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন: “আফ্রিকান মহাদেশের একজন অন্যতম নেতা  হচ্ছেন শেখ জাকজাকি এবং বর্তমানে এই মহাদেশে তার মত এক জন ধর্মীয় আলেম ও নেতা নেই।
বলাবাহুল্য, সম্প্রতি সেনাবাহিনী এবং উত্তর নাইজেরিয়ার শিয়া মুসলমানদের মধ্যে দ্বন্দ্বে জারিয়া শহরের শত শত শিয়া মুসলমান শহিদ হয়েছে।
নাইজেরিয়ার শিয়ারা তাদের ধর্মীয় প্রতিষ্ঠানে ইমাম হুসাইনের চল্লিশা পালন করছিলেন ঠিক তখন সেনাবাহিনী তাদের উপর হামলা চালায় এতে প্রায় ১০০০ মুসলমান নিহত হন এবং আহত হন আরও অনেকে। এরপর সেনাবাহিনী শিয়া আলেম ও নেতা আল্লামা শেখ জাকজাকিকে গ্রেফতার করে নিয়ে যায়।
3467004

captcha