IQNA

সামির কান্তারকে শহীদ করেছে ইসরাইল; সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ

17:07 - December 22, 2015
সংবাদ: 3468394
আন্তর্জাতিক ডেস্ক: ইহুদিবাদী ইসরাইলের হামলায় লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উচ্চপদস্থ কমান্ডার সামির কান্তারের শাহাদাত উপলক্ষে বক্তৃতা পেশ করেছেন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ।

বার্তা সংস্থা ইকনা: বক্তৃতার শুরুতেই লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ আল্লাহর দুই রাসূর তথা হযরত ঈসা (আ.) এবং হযরত মুহাম্মাদ (সা.)এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে খ্রিষ্টান ও মুসলমানদের অভিনন্দন জানিয়েছেন।
এছাড়ও লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ’র সিনিয়র কমান্ডার সামির কান্তার হত্যার প্রতিশোধ নেবে বলে জানিয়েছেন সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ। হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ সোমবার রাতে টেলিভিশনে প্রচারিত এক ভাষণে বলেছেন, সামির কান্তারের হত্যকারীদের ছেড়ে দেয়া হবে না।
রাজধানী বৈরুতে হাজার হাজার মানুষের অংশগ্রহণে কান্তারের জানাযা ও দাফন সম্পন্ন হওয়ার পর এ ভাষণ দেন সাইয়্যেদ নাসরুল্লাহ।
তিনি বলেন, “আমাদের পছন্দমতো সময় ও স্থানে এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেয়ার অধিকার আমরা সংরক্ষণ করি। হিজবুল্লাহর প্রতিটি সদস্যের এই অধিকার রয়েছে।”
সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে রোববার রাতে ইসরাইলি জঙ্গিবিমান থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র হামলায় শহীদ হন সামির কান্তার। হামলায় তার বাসভবন ধ্বংস হয়ে যায় এবং এতে তার সঙ্গে আরো বেশ কয়েকজন নিহত হন।
সাইয়েদ নাসরুল্লাহ আরো বলেন, “ইহুদিবাদী ইসরাইলের জঙ্গিবিমান থেকে হামলা চালিয়ে যে সামির কান্তারকে হত্যা করা হয়েছে সে সম্পর্কে আমাদের কোনো সংশয় বা প্রশ্ন নেই।”
এর আগে সামির কান্তারের জানাযার নামাজের সময় হিজবুল্লাহ কর্মকর্তা হাশেম সাফিউন্দিন তাদের কমান্ডারের শাহাদাতের জন্য তেল আবিবকে দায়ী করেন। তিনি বলেন, যদি ইসরাইলিরা ভেবে থাকে কান্তারকে হত্যা করার মাধ্যমে তারা হিজবুল্লাহকে দুর্বল করতে পারবে তাহলে তারা ভুল করছে। কারণ, এক কান্তার নিহত হলেও আরো বহু কান্তার হিজবুল্লাহ’য় যোগ দেবে।
সামির কান্তার ২৯ বছর ইসরাইলি কারাগারে আটক থাকার পর ২০০৮ সালে হিজবুল্লাহ ও তেল আবিবের মধ্যে এক বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে মুক্তি পেয়েছিলেন।
এছাড়াও সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ নাইজেরিয়ায় শিয়া গণ হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন এবং সেদেশের মুসলমানদের নেতা আল্লামা শেখ ইব্রাহীম জাকজাকির মুক্তির আহ্বান জানিয়েছেন।

3468010

 

captcha