IQNA

মসজিদের ইমামকে অপহরণকারীদের ক্ষমা করল ইটালিয়ান সরকার

18:30 - December 24, 2015
সংবাদ: 3469028
আন্তর্জাতিক ডেস্ক: ইটালির মিলান শহরের মসজিদের ইমামকে অপহরণ করার সাথে জড়িত আমেরিকায় গোয়েন্দা সংস্থার দুই কর্মকর্তাকে ক্ষমা করে দিয়েছে ইটালির সরকার।

বার্তা সংস্থা ইকনা: ইটালির মিলান শহরের মসজিদের ইমামকে অপহরণ করার সাথে জড়িত আমেরিকায় গোয়েন্দা সংস্থা সিআইএ’র কর্মকর্তা ব্যাটনি মাদ্রি এবং রবার্ট সালডুন লেডিকে ক্ষমা করে দিয়েছে ইটালির সরকার।
মিলান শহরের মসজিদের ইমাম আবু ওমরকে অপহরণ করার অভিযোগে মিলানের আদালত আমেরিকায় গোয়েন্দা সংস্থা সিআইএ’র কর্মকর্তা ব্যাটনি মাদ্রিকে ছয় বছর এবং রবার্ট সালডুন লেডিকে নয় বছর কারাদণ্ডে দণ্ডিত করেছিল।
আমেরিকার এই দুই কর্মকর্তা আবু ওমর ওরফে ওসামা মুস্তাফা হাসান নাসরকে নিজ বাসভবন থেকে অপহরণ করেছিল।
ইটালির নিরাপত্তা বাহিনী ২০০৯ সালে আবু ওমরকে অপহরণ করার জন্য মিলানে অবস্থিত সিআইএ’র প্রধান সহ অপর ২২ জনকে অভিযুক্ত করে ।
আন্তর্জাতিক খাতে সন্ত্রাসবাদের প্রচারণার অভিযোগে আমেরিকায় গোয়েন্দা সংস্থা সিআইএ ২০০৩ সালে আবু ওমরকে অপহরণ করে মিশরে স্থানান্তর করে। জিজ্ঞাসাবাদের সময় তাকে নির্যাতন করা হয় এবং বিনা বিচারে বেশ কয়েক বছর কারাদণ্ডে থাকেন তিনি।
3468974

captcha