IQNA

সৈয়দ হাসান নাসরাল্লাহ’র সাথে হামাস আন্দোলনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

20:50 - February 27, 2022
সংবাদ: 3471493
তেহরান (ইকনা):  ইহুদিবাদী ইসরাইলের সর্বশেষ আগ্রাসী কর্মকাণ্ড নিয়ে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ সঙ্গে আলোচনা করেছেন ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের একটি প্রতিনিধিদল।

হামাস প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন সংগঠনের রাজনৈতিক ব্যুরোর উপপ্রধান সালেহ আল-আরুরি। গতকাল (শনিবার) লেবাননের রাজধানী বৈরুতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় হিজবুল্লাহর অন্যান্য কর্মকর্তাও সেখানে উপস্থিত ছিলেন।

 

বৈঠকে ফিলিস্তিনের সর্বশেষ পরিস্থিতি বিশেষ করে অধিকৃত পশ্চিম তীরের পবিত্র আল-কুদস শহরের শেখ জাররাহ শরণার্থী শিবিরে ইহুদিবাদী ইসরাইলের হামলা এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয় নিয়ে আলোচনা করা হয়।

 

হামাস নেতা হাসান নাসরুল্লাহ এই বৈঠকে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে লড়াইয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এছাড়া মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।

 

বৈঠকে দুই সংগঠনের নেতারা সব ধরনের চাপ ও হুমকির মুখেও স্থিতিশীলতা এবং প্রতিরোধ আন্দোলনগুলোর মধ্যে সংহতি ধরে রাখার ওপর গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, হামাস ও হিজবুল্লাহর ওপর মানুষের বিরাট আস্থা এবং আশা রয়েছে।

 

শক্তিশালী সম্পর্ক প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে নেতারা বলেন, দুই পক্ষের মধ্যে আরো বেশি সহযোগিতা ও সমন্বয় বাড়াতে হবে। বৈঠকে হামাস ও হিজবুল্লাহ নেতারা ইসরাইলের সঙ্গে আরব দেশগুলোর শান্তিচুক্তির বিষয়টি প্রত্যাখ্যান করেন। iqna

captcha