IQNA

যেখানে আইয়ুব (আ.) ইবাদত করতেন

12:30 - July 29, 2022
সংবাদ: 3472197
তেহরান (ইকনা): আইয়ুব (আ.)-কে আল্লাহ রোগব্যাধি দিয়ে ধৈর্যের পরীক্ষা নিয়েছিলেন। তিনি কুষ্ঠরোগে আক্রান্ত হয়েছিলেন। রোগের প্রকোপ বেড়ে গেলে একসময় নিজ বসতি ছেড়ে kalerkanthoপাহাড়ের গুহায় আশ্রয় নেন। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী।
তুর্কিদের দাবি, নবী আইয়ুব (আ.) ও তাঁর স্ত্রী তখন আশ্রয় নিয়েছিলেন তুরস্কের সানুরফা অঞ্চলের একটি গুহায়। যেখানে এখনো সংরক্ষিত আছে ঐতিহাসিক সেই গুহা (ছবির ডান দিকে)—যার ভেতর তিনি নিভৃতে আল্লাহর ইবাদত করতেন, গুহার ভেতর যে পাথরে আইয়ুব (আ.) হেলান দিয়ে বসতেন এবং গুহায় বাইরের যে কূপ (ছবির বাঁ দিকে) থেকে তিনি পানি পান করতেন। উসমানীয় খিলাফতের সময় এই স্থানে একটি দৃষ্টিনন্দন মসজিদও নির্মিত হয়।
 
 

kalerkantho

captcha