IQNA

জেরুজালেমকে ইসরাইলের রাজধানী মানবে না অস্ট্রেলিয়া

0:01 - October 19, 2022
সংবাদ: 3472676
তেহরান (ইকনা): পশ্চিম জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসাবে দেওয়া স্বীকৃতি বাতিল করলো অস্ট্রেলিয়া। ২০১৮ সালে অস্ট্রেলিয়ার সরকার পশ্চিম জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছিলো। আল-জাজিরা
জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি বাতিল করলো অস্ট্রেলিয়াদেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং মঙ্গলবার এক বিবৃতিতে বলেন,  আমাদের সরকার আগের সরকারের অবস্থানকে পুণর্বিবেচনা করেছে।  ফিলিস্তিন ও ইসরাইলের জনগণের মধ্যে জেরুজালেম একটি চূড়ান্ত মর্যাদাপূর্ণ বিষয়। এর সমাধান শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। 
 
পেনি ওং আরো কলেন, অস্ট্রেলিয়ার দূতাবাস তেল আবিবেই থাকবে। ক্যানবেরা একটি দ্বি-রাষ্ট্র সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ ছিল। আমরা চাই উভয় দেশই আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানার মধ্যে অবস্থান করবে। আমরা এমন কোনো পদ্ধতিকে সমর্থন করব না যা এই শান্তি চুক্তিকে দুর্বল করে দিবে। ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যে শান্তি চুক্তির ক্ষেত্রে জেরুজালেমের মর্যাদা সবচেয়ে বড় বাধা।
 
 
জেরুজালেম নিয়ে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে দশকের পর দশক ধরে সংঘাত চলছে। ২০১৭ সালের ডিসেম্বর মাসে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক দশকের মার্কিন নীতির বাইরে গিয়ে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। এরপর ২০১৮ সালের মে মাসে ইসরাইলে মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তর করা হয়।
 
মূলত জেরুজালেমকে নিজেদের রাজধানী হিসেবে মানেন ফিলিস্তিনিরা। ১৯৬৭ সালে ছয় দিনের আবর-ইসরাইল যুদ্ধের পর জেরুজালেম দখলের পর ইসরাইল তা নিজেদের ভূখণ্ড হিসাবে ঘোষণা দেয়। তবে ইসরাইলের এই দাবি আন্তর্জাতিক সম্প্রদায় কখনোই স্বীকৃতি দেয়নি।  4092540
captcha