IQNA

ইয়েমেনি আন্দোলনকারী:

“মার্কিন বিমান সেনা বুশনেল আমাদের বীর, মার্কিন সরকার শত্রু”

0:36 - March 07, 2024
সংবাদ: 3475198
ইকনা: সম্প্রতি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদ জানিয়ে অভিনব প্রতিবাদ জানিয়েছেন মার্কিন বিমান সেনা আরন বুশনেল।

তিনি ওয়াশিংটন ডিসিতে ইসরাইলি দূতাবাসের সামনে দাঁড়িয়ে নিজের শরীরে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেন এবং চিৎকার করে বলতে থাকেন, ফিলিস্তিনকে স্বাধীন করো।

মারাত্মক দগ্ধ অবস্থায় কয়েক ঘণ্টা হাসপাতালে ছটফট করার পর অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়েন বুশনেল। ফলে ফিলিস্তিনের স্বাধীকার আন্দোলনকারীদের কাছে তিনি স্বাভাবিকভাবেই রাতারাতি বীরের মর্যাদা পান। গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনও বুশনেলের বীরোচিত আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করে। রাজধানী সানায় একটি বিশাল বিলবোর্ডে বুশনেলের প্রতিকৃতিসহ তার কীর্তির কথা ফলাও করে প্রচার করা হয়।

ইয়েমেনের অন্যতম আন্দোলনকারী মুস্তফা আল-খতিব ওই বিলবোর্ডের ছবি তুলে নিজের এক্স পেজে প্রকাশ করেন। সেখানে তিনি লিখেছেন, “আমাদের রাজধানী সানা যেটি মানবতা ও মর্যাদার রাজধানী হিসেবে পরিচিতি পেয়েছে সেখানে আমাদের বীরপুরুষ আরন বুশনেলের ছবি প্রকাশ পেয়েছে।”

“দেখুন, আমরা এটি গোপন রাখছি না। আমেরিকা এখনও আমাদের শত্রু । কিন্তু শত্রুভাবাপন্ন ওই দেশের স্বাধীনচেতা জনগণ আমাদের শত্রু  নয়।

#Free Palestiene”

সানার যে বিলবোর্ডে বুশনেলের ছবি প্রকাশিত হয়েছে তার নীচেই এই মার্কিন বিমানসেনার জীবনের শেষ কথাগুলো তুলে ধরা হয়েছে।

আমি আর গাজার জাতিগত শুদ্ধি অভিযানে অংশ নেব না… ফিলিস্তিনকে মুক্ত করো…আমেরিকার গণহত্যা বিরোধী শহীদ, মার্কিন বিমান সেনা/ আরন বুশনেল।

মুস্তফা আল-খতিবের এক্স পোস্টটি প্রকাশিত হওয়ার কয়েক দিনের মধ্যে তার এক্স একাউন্টটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে ইসরাইলি দূতাবাসের বাইরে নিজের গায়ে আগুন ধরিয়ে দেয়ার দৃশ্য সরাসরি সামাজিক মাধ্যমে প্রচার করে যান বুশনেল। গাজার গণহত্যায় আমেরিকার অকুণ্ঠ সমর্থনের তীব্র নিন্দা জানিয়ে তিনি মৃত্যুর আগে বলে যান, মার্কিন বিমানসেনা হিসেবে এই গণহত্যায় তিনি আর অংশ নিতে চান না বলে ব্যতিক্রমধর্মী প্রতিবাদ জানাচ্ছেন। গায়ে আগুন ধরে যাওয়ার পর মানুষের স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে যখন ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার দেয়ার কথা সেখানে তিনি ‘ফিলিস্তিনকে মুক্ত করো’ বলে বারবার চিৎকার দিতে থাকেন এবং এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়েন।

captcha