IQNA

সর্বোচ্চ নেতা;

ইসলামী প্রজাতন্ত্রের ধর্মীয় ও মানবিক যুক্তি হচ্ছে দাম্ভিকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানো

23:28 - March 07, 2024
সংবাদ: 3475199
ইকনা: বিশেষজ্ঞদের পরিষদের সদস্যদের সাথে বৈঠকে, ইসলামী বিপ্লবের নেতা ইসলামী প্রজাতন্ত্রের ব্যবস্থার ঔদ্ধত্যের বিরুদ্ধে দাঁড়ানোর যুক্তি এবং ধর্মীয়, যৌক্তিক ও মানবিক কারণ ব্যাখ্যা করেন এবং নির্বাচিত সদস্যদের গুরুত্বপূর্ণ সুপারিশ প্রদান করেন। বিশেষজ্ঞদের নতুন সমাবেশ এবং ইসলামিক কাউন্সিলের নতুন সমাবেশে সর্বোচ্চ নেতা বলেন: ইসলামী কাউন্সিলের নতুন সংসদ গঠন একটি মধুর, আশাব্যঞ্জক এবং মূল্যবান ঘটনা যা নির্বাচিত কর্মকর্তাদের প্রশংসা করা উচিত।

 ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, 'সাধারণভাবে বিশ্বের কোনো দেশ বা জাতির সঙ্গে ইরানের বিরোধ নেই। আমরা জুলুম, আগ্রাসন ও সাম্রাজ্যবাদের বিরোধী। গাজায় আপনারা যেসব ঘটনা দেখছেন আমরা সেগুলোর বিরোধী।'

আজ (বৃহস্পতিবার) ইরানের বিশেষজ্ঞ পরিষদের প্রধান ও সদস্যদের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এ কথা বলেন।

আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, একটি জাতি তাদের নিজেদের ভূখণ্ডে বড় ধরণের জুলুমের শিকার হচ্ছে। নারী ও শিশুসহ সবাইকে হত্যা করা হচ্ছে, নির্বিচারে ঘরবাড়ি ধ্বংস করে দেওয়া হচ্ছে। কিন্তু আমেরিকা, ব্রিটেন ও কিছু ইউরোপীয় দেশ এর বিরোধিতাতো করছেই না বরং সাহায্য-সহযোগিতা করছে। ইরান এ ধরণের তৎপরতার বিরোধী।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ইসলামি প্রজাতন্ত্রের জন্মটা এমন এক ভূমিকম্পের মতো যা বিশ্বে দু'টি ফ্রন্ট তৈরি করেছে। এর একটি ফ্রন্ট হলো লিবারেল ডেমোক্রেসি, আর অন্যটি ইসলামি প্রজাতন্ত্রী ফ্রন্ট। লিবারেল ডেমোক্রেসির অস্তিত্বের সঙ্গেই আগ্রাসন মিশে আছে। কিন্তু ধর্ম ভিত্তিক গণতন্ত্রের ফ্রন্টের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জুলুম মোকাবিলা করা।

আয়াতুল্লাহ খামেনেয়ী আরও বলেন- এটা সবার সামনে পরিষ্কার করা দরকার যে, সাম্রাজ্যবাদীদের ফ্রন্ট সব সময় গণতন্ত্র, মানবাধিকার ও উদারনীতির শ্লোগান তুলে তাদের জুলুম, নিপীড়ন, আগ্রাসন ও হত্যাযজ্ঞকে আড়াল করছে। 

তিনি বলেন, ইসলামের ভিত্তিতে যে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় সেটার কাজের ভিত্তি হলো 'জুলুম করবে না এবং জুলুমের শিকার হবে না(সূরা বাকারা, আয়াত ২৭৯)'।

আয়াতুল্লাহ খামেনেয়ী যোগ করেন: অবশ্যই, রাজনৈতিক বিষয়ে রুচি ও রাজনৈতিক বিভাগের পার্থক্য রয়েছে, যা কোন বাধা নয়, তবে প্রত্যেকের উচিত তাকওয়া অনুশীলনের মাধ্যমে আল্লাহর রহমত ও আশীর্বাদের জন্য স্থল প্রস্তুত করা।

বিপ্লবের নেতা বিশেষজ্ঞদের পরিষদের প্রয়াত সদস্যদের বিশেষ করে মরহুম আয়াতুল্লাহ ইমামি কাশানির স্মৃতির প্রতিও শ্রদ্ধা জানান এবং শা'বান মাসকে সুসংবাদ ও আনন্দের মাস এবং পবিত্রতা ও প্রস্তুতির মাস বলে অভিহিত করেন। 

captcha