IQNA

‘গাজা এখন সবচেয়ে বড় উন্মুক্ত গোরস্থান’

ইসরাইল ক্ষুধাকে যুদ্ধ জয়ের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে: ইইউ

4:49 - March 20, 2024
সংবাদ: 3475258
ইকনা: অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক ত্রাণ প্রবেশে বাধা দিয়ে ইসরাইল ক্ষুধাকে যুদ্ধ জয়ের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ।

ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল সোমবার ব্রাসেলসে গাজার জন্য মানবিক ত্রাণ বিষয়ক এক সম্মেলনের উদ্বোধনি ভাষণে এ মন্তব্য করেন। তিনি বলেন, গাজা এখন আর দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে নেই বরং সেখানকার হাজার হাজার মানুষ এরইমধ্যে দুর্ভিক্ষে আক্রান্ত হয়েছে। 

ইইউ’র এই শীর্ষ কর্মকর্তা বলেন, “এটি অগ্রহণযোগ্য। ক্ষুধাকে যুদ্ধ জয়ের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। ইসরাইল পরিকল্পনা করে দুর্ভিক্ষ ছড়িয়ে দিচ্ছে।”

বোরেল বলেন, পাঁচ মাসেরও বেশি সময় ধরে গাজার ওপর ইসরাইলের সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ এই উপত্যকাকে বিশ্বের সবচেয়ে বড় উন্মুক্ত গোরস্থানে পরিণত করেছে। তিনি বলেন, যুদ্ধ শুরুর আগে গাজা ছিল বিশ্বের সবচেয়ে বড় উন্মুক্ত কারাগার। আর এখন এটি হাজার হাজার মানুষের জন্য সবচেয়ে বড় উন্মুক্ত কবরস্থান।

এদিকে, ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন বা আইপিসি নামের একটি আন্তর্জাতিক দাতব্য সংস্থা গাজা উপত্যকার ভয়ঙ্কর পরিস্থিতি তুলে ধরে বলেছে, উত্তর গাজায় এরইমধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। আইপিসি সোমবার বলেছে, গাজার অর্ধেক জনসংখ্যা অর্থাৎ ১১ লাখ মানুষ এখন থেকে জুলাইয়ের মধ্যে ক্ষুধা ও অনাহারে বিপর্যয়কর মাত্রার মুখোমুখি হচ্ছে।#

পার্সটুডে

ট্যাগ্সসমূহ: গাজা ، রমজান ، শহীদ ، ইহুদি
captcha