IQNA

উজবেকিস্তানে সন্ত্রাসীদের সহযোগিতা করার অভিযোগে ২১ জনের গ্রেপ্তার

20:40 - February 20, 2020
সংবাদ: 2610271
তেহরান (ইকনা)-সিরিয়ায় যুদ্ধরত জঙ্গি গোষ্ঠীর সাথে সংযোগ থাকার অভিযোগে উজবেক পুলিশ ২১ জনকে গ্রেপ্তার করেছে।

উজবেকিস্তানের পুলিশ ঘোষণা করেছ: “কিতায়েব আত-তাওহিদ ওয়াল জিহাদ” নামে প্রসিদ্ধ জঙ্গি গোষ্ঠীর এক সদস্য উজবেকিস্তানের বেশ কয়েকজন নাগরিককে আকাইদ শিক্ষা দিচ্ছিল। এই জঙ্গি দলটি বর্তমানে সিরিয়ায় যুদ্ধরত অবস্থায় রয়েছে। দলটির অধিকাংশ সদস্য মধ্য এশিয়ার নাগরিক।
সেদেশের পুলিশ এ ব্যাপারে ঘোষণা করেছে: এসকল ব্যক্তিরা এই জঙ্গি গোষ্ঠীতে আর্থিক অনুদান এবং যোগদান দেওয়ার জন্য প্রচেষ্টা করছিল।

 


আরও পড়ুন:

সৌদি যুদ্ধবিমান ভূপাতিত করল ইয়েমেন + ভিডিও

প্রতিটি নির্বাচন মার্কিন-ইসরাইলি চক্রান্ত নস্যাৎ করতে ভূমিকা রাখছে: ইরানের সর্বোচ্চ নেতা



সিরিয়া ও ইরাকের কিছু এলাকায় তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের তথাকথিত রাজত্বকালে প্রাক্তন সোভিয়েত প্রজাতন্ত্রের হাজার হাজার মানুষ এই দলে যোগ দিয়েছে।  iqna

 

captcha