IQNA

বাংলাদেশে বাস করে বাংলাই ভুলতে বসেছে, তাদের জন্য শুধু করুণা : প্রধানমন্ত্রী

20:50 - February 21, 2020
সংবাদ: 2610276
তেহরান (ইকনা)- যথাযথভাবে বাংলা বলতে না পারা তরুণদের সমালো'চনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে বসবাস করে আমাদের অনেকে বাংলা ভাষা ভুলতে বসেছে। তারা যথাযথ উচ্চারণে বাংলা বলতে পারে না। তারা ইংরেজি উচ্চারণে বাংলা বলে। আমি তাদের কী বলব? আমি শুধু তাদের করুণা করতে পারি।

শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে চার দিনব্যাপী এক অনুষ্ঠানের উদ্বোধনী ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভাষা আন্দো'লনের ওপর ভিত্তি করে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। এটা বাস্তবতা।

শেখ হাসিনা বলেন, বিশ্ব এখন বৈশ্বিক গ্রাম। এখানে অন্যদের সঙ্গে যোগাযোগ, ব্যবসা করা, অন্য সাহিত্য ও সংস্কৃতি জানতে অন্য ভাষা শেখার প্রয়োজন আছে। কিন্তু মাতৃভাষাকে অ'বহে'লা করে নয়।
সূত্র; mtnews24

captcha