IQNA

মরহুম হুজ্জাতুল ইসলাম মাজলুমীর সম্মানে বিশিষ্ট ৩ ক্বারির তিলাওয়াত

0:02 - February 07, 2021
সংবাদ: 2612218
তেহরান (ইকনা): মহামান্য রাহবারের সদর দপ্তরের আন্তর্জাতিক বিভাগের ডেপ্যুটি প্রধান এবং বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশে রাহবারের দপ্তরের প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন ড. মাজলুমী গত শুক্রবার (২৯শে জানুয়ারি) সন্ধ্যায় ইন্তেকাল করেন।

এই সাহসী মুজাহিদের মৃত্যুর সপ্তম দিনে তাঁর স্মরণে ইসলামী প্রজাতন্ত্র ইরানের তিন জন বিশিষ্ট ক্বারি কুরআন তিলাওয়াত করেছেন।

প্রয়াত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন সাইয়্যেদ জাওয়াদ মাজলুমীর মৃত্যুর সপ্তম দিনে একটি স্মরণসভা মনোমুগ্ধকর এই তিলাওয়াত পেশ করা হয়।

এই অনুষ্ঠানটি গতকাল ৬ষ্ঠ ফেব্রুয়ারি, ইরানের পবিত্র নগরী কোমে হযরত ফাতিমা মাসুমা (সা.আ.)এর পবিত্র মাযারে মাগরিব ও এশার নামাজের পরে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ইরানের বিশিষ্ট ক্বারি মোহাম্মদ হুসাইন ফারাহানী, মেহেদী ফুরোগী এবং সৈয়দ মোহাম্মদ মুজানী সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াত করেন। এই অনুষ্ঠানটি এবরাত ইন্টারনেট টিভিতে (ABARAT.TV ) সরাসরি সম্প্রচার করা হয়।

উল্লেখ্যে, হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন ড. মাজলুমির জানাজা গত রবিবার (৩‌১শে জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৩:৩০ মিনিটে ইরানের পবিত্র কোমে হজরত মাসুমা (সা. আ.) এর মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

ড. সৈয়দ জাওয়াদ মাজলুমি ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে কয়েকমাস যাবত চিকিৎসাধীন থাকার পর ২৯শে জানুয়ারি সন্ধ্যায় মহান আল্লাহর সান্নিধ্য লাভ করেন।

ড. জাওয়াদ মাজলুমি ১৯৬৪ইং সালে ইরানের যানজান প্রদেশে জন্মগ্রহণ করেন এবং ১৯৮২ সালে তিনি ধর্মীয় পড়াশুনার জন্য কোমে আসেন। রেজা অসিয়াবানিকে সাথে নিয়ে ‘নূরুল জিনান’ ও ‘জামেউল আহাদিস’সহ বিভিন্ন কুরআনিক সফটওয়্যার তৈরিতে তার গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে ২০০১ সালে তিনি ইরানের ইসলামি সংস্কৃতি ও নির্দেশনা বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ‘খাদেমুল কুরআন’ খেতাব প্রাপ্ত হন।

এর আগে তিনি উলুমে ইসলামি রিসার্চ সেন্টারে হাদিস বিভাগের প্রধান হিসেবে এবং সাংস্কৃতিক বিপ্লব বিষয়ক সংস্থার উচ্চতর পরিষদের ধর্ম ও সমাজ বিষয়ক কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। iqna

captcha