IQNA

মক্কায় নারী মুবাল্লিগ গ্রেফতার

0:03 - February 17, 2021
সংবাদ: 2612264
তেহরান (ইকনা): সৌদি আরবের নারী মুবাল্লিগ ও কুরআনের শিক্ষিকাকে নিজ বাড়ী থেকে সৌদি শাসকের গোয়েন্দা এজেন্টের সদস্যরা গ্রেফতার করেছে। পবিত্র নগরী মক্কায় এই নারী মুবাল্লিগের বাড়িতে হিফজুল কুরআনের ক্লাস চলাকালীন সময় সৌদি গোয়েন্দারা তাকে তুলে নিয়ে যায়।

সৌদি আরবের একটি মানবাধিকার সংগঠন মক্কায় এই বিশিষ্ট মুবাল্লিগের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।

সৌদি আরবের "Prisoners of Belief" টুইটার অ্যাকাউন্টেও তার গ্রেফতারের খবরটি প্রকাশ করেছে। "Prisoners of Belief" হ'ল সৌদি আরবের মুক্তচিন্তার রক্ষায় নিবেদিত একটি মানবাধিকার গোষ্ঠী।

এখানে বলা হয়েছে: আমরা সৌদি আরবের ৬৫ বছর বয়সী আয়েশা আল-মুহাজিরির গ্রেপ্তার সম্পর্কে জানতে পেরেছি। সৌদি গোয়েন্দা সংস্থার ২০ সদস্যের একটি দল মক্কায় তার বাড়ীতে হামলা চালিয়ে তাকে আটক করে নিয়ে যায়। বর্তমানে তিনি জেদ্দা প্রদেশের জাহবান কারাগারে বন্দী আছেন।

তারা আরও বলেন: আমরা জানতে পেরেছি যে, আয়েশা আল-মুহাজিরিকে তার বাড়িতে হিফজুল কুরআনের ক্লাস গ্রহণ এবং ধর্মীয় প্রচারমূলক কার্যক্রমের কারণে গ্রেফতার করা হয়েছে।

মানবাধিকার এই দলটি আরও বলেছে: সৌদি গোয়েন্দারা মুহাজিরির সঙ্গে অপর দুই নারীকেও গ্রেফতার করেছে। এরমধ্যে একজনের বয়স ৮০ বছর। অন্য নারীর বিষয়ে তার পরিবার কোনো তথ্য দিতে রাজি হননি।

সৌদি আরবের "Prisoners of Belief"-এর বিবরণে আরও জানানো হয়েছে যে, আল-বালাদ পত্রিকার সাংবাদিক ও লেখক ওসামা সাহলিকে টুইট পোস্ট করার জন্য ২০১৯ সালের জানুয়ারিতে আটক করা হয়েছে এবং বিচারের পর তাকে ৮ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

এই সাংবাদিকের বিরুদ্ধে সন্ত্রাসবাদকে সমর্থন এবং সৌদি আরবে নিরাপত্তা ব্যাহতের চেষ্টা করার অভিযোগ আনা হয়েছিল।

সৌদি কর্মকর্তারা সাধারণত মানবাধিকার কর্মীদের বন্দীদের সংখ্যা সংখ্যা প্রকাশ করে না। এমন কি মানবাধিকার সংস্থাগুলিকে কারাগারে বন্দিদের পরিস্থিতি পর্যবেক্ষণ করারও অনুমতিও দেয় না।

সৌদি সরকারের বিভিন্ন বিষয়ে সমালোচনা করার কারণে গত কয়েক বছরে বেশ কয়েকজন আলেম ও সমালোচককে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজন নারী মানবাধিকার কর্মীও রয়েছেন। গত সপ্তাহে প্রখ্যাত মানবাধিকার কর্মী লুজাইন আল হাতলুল তিন বছর পর জেল থেকে ছাড়া পেয়েছেন। iqna

captcha