IQNA

ইন্দোনেশিয়ায় প্রথম রোজার তারিখ ঘোষণা

20:48 - February 25, 2021
সংবাদ: 2612329
তেহরান (ইকনা): ইন্দোনেশিয়ার মুহাম্মাদিয়া অর্গানাইজেশনের প্রধান কার্যালয় জ্যোতির্বিদ্যা সংক্রান্ত গণনা মাধ্যমে ১৪৪২ হিজরির পবিত্র রমজান মাসের প্রথম তারিখ ঘোষণা করেছে।
জ্যোতির্বিজ্ঞানের গণনার উপর ভিত্তি করে, মোহাম্মদদিয়া অর্গানাইজেশনের কেন্দ্রীয় কার্যালয় ১৪৪২ হিজরির আসন্ন পবিত্র রমজান মাসের শুরুর দিন ঘোষণা করেছে। ঘোষণা অনুযায়ী ১৪৪২ হিজরি সালের পবিত্র রমজান মাস ২০২১ সালের ১৩ই এপ্রিল, মঙ্গলবার শুরু হতে যাচ্ছে।
 
এই গণনা অনুসারে, ১৪৪২ হিজরির শাওয়াল মাস শুরু হচ্ছে ১৩ই মে, বৃহস্পতিবার। অর্থাৎ এই দিনে ঈদুল ফিতর পালিত হবে। এছাড়াও জিলহজ মাসের সূচনা হচ্ছে ২০২১ সালের ১১ই জুলাই, রবিবার। 
 
আরাফার দিনটি ( ৯ম জিলহজ ১৪৪২ হি:) ১৯শে জুলাই, সোমবার এবং কুরবানি ঈদ (১০ম জিলহজ) ২০শে জুলাই, মঙ্গলবার।
 
এদিকে, ইসলামী প্রজাতন্ত্রের ইরানের অফিশিয়াল ক্যালেন্ডার অনুসারে, পবিত্র রমজান মাস ২০২১ সালের ১৪ই এপ্রিল , বুধবার শুরু হচ্ছে এবং ১৩ই মে, বৃহস্পতিবার শাওয়াল মাস শুরু হচ্ছে।  iqna
 

 

captcha