IQNA

কিশোরের মৃত্যু : মার্কিন পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যার অভিযোগ

11:45 - May 04, 2022
সংবাদ: 3471808
তেহরান (ইকনা): যুক্তরাষ্ট্রে সাবেক এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তাড়া করার একপর্যায়ে ১২ বছর বয়সী একটি ছেলেকে পিঠে গুলি করে হত্যার অভিযোগ আনা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, এডসল মেন্ডোজা নামে ওই পুলিশকর্মী টমাস 'টিজে' সিডেরিও নামের কিশোরটিকে তাড়া করেছিলেন এবং সে নিরস্ত্র ছিল জেনেও গুলি করেন।
পুলিশের ধারণা, টমাসের এক বন্ধু একটি অস্ত্র চুরির সঙ্গে জড়িত ছিল। পুলিশকর্মী মেন্ডোজাকে রবিবার গ্রেপ্তার করা হয়েছে।
 
ফিলাডেলফিয়ার ডিস্ট্রিক্ট অ্যাটর্নির প্রকাশ করা তথ্য অনুসারে মেন্ডোজা চারজন সাদা পোশাকের পুলিশ কর্মীর মধ্যে ছিলেন। ঘটনার দিন তারা টমাস এবং তার এক ১৭ বছর বয়সী বন্ধুর (নাম ‘এনকে’ হিসেবে উল্লেখ করা) মুখোমুখি হন। ওই পুলিশ কর্মীদের কাছে তথ্য ছিল ১৭ বছর বয়সী বন্ধুটি একটি আগ্নেয়াস্ত্র চুরির ঘটনায় ‘নগণ্যভাবে’ জড়িত।
 
পুলিশকর্মীরা ছেলে দুটিকে থামানোর চেষ্টা করলে 'একটি গুলি বেরিয়ে গিয়ে' গাড়ির পেছনের জানালা ভেঙে যায়। ছেলে দুটি তখন পালানোর চেষ্টা করলে মেন্ডোজা টমাসকে তাড়া করে তাকে তিনবার গুলি করেন।
 
নথিতে অভিযোগ করা হয়েছে, টমাসের অস্ত্রটি প্রায় ৪০ ফুট দূরেই ফেলে দেওয়া হয়েছিল জানা থাকলেও মেন্ডোজা আবার গুলি করেন। শেষ গুলি চালানোর সময় টমাস দৌড়ানো বন্ধ করে দাঁড়িয়ে ছিল।
 
মেন্ডোজাকে ঘটনার পরপরই পুলিশ বাহিনী বরখাস্ত করেছিল। পুলিশ কমিশনার সেই সময়ে বলেছিলেন, ওই ঘটনায় বিভাগের বল প্রয়োগের নীতি লঙ্ঘন করা হয়েছে।
 
সূত্র : বিবিসি।
captcha