IQNA

ট্রাম্প 'বাস্তবতা থেকে বিচ্ছিন্ন' ছিলেন : বিল বার

15:29 - June 14, 2022
সংবাদ: 3471988
তেহরান (ইকনা): সাবেক মার্কিন অ্যাটর্নি জেনারেল বলেছেন, তার ধারণা ২০২০ সালের নির্বাচনের পর ডোনাল্ড ট্রাম্প 'বাস্তবতা থেকে বিচ্ছিন্ন' ছিলেন। কংগ্রেসনাল এক তদন্ত কমিটির সামনে এই বক্তব্য দিয়েছেন বিল বার।
২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন ক্যাপিটলে ‘অভ্যুত্থানচেষ্টার’ কলকাঠি নেড়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই দিন আইনপ্রণেতারা নির্বাচনে জো বাইডেনের বিজয় অনুমোদনে সমবেত হলে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটল ভবনে ঢুকে যান।
 
তদন্ত কমিটি ট্রাম্পকে ক্ষমতায় থাকার জন্য অভ্যুত্থানচেষ্টার জন্য অভিযুক্ত করেছে।
কংগ্রেসের তদন্ত কমিটির তীব্র সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্রেটিক নেতৃত্বাধীন এই কমিটিকে ‘ক্যাঙারু কোর্ট’ হিসেবে অভিহিত করেছেন তিনি।
 
গতকাল সোমবার ১২ পৃষ্ঠার এক চিঠিতে তিনি এ কমিটির তদন্তকে ‘ন্যায়বিচারের উপহাস’ বলে বর্ণনা করেছেন। তিনি দাবি করেছেন, সত্য হলো ২০২১ সালের ৬ জানুয়ারি বিপুলসংখ্যক মার্কিন নাগরিক ওয়াশিংটন ডিসিতে জড়ো হয়েছিলেন।  
 
গণশুনানির অংশ হিসেবে সোমবার ট্রাম্পের সাবেক প্রচার ব্যবস্থাপক বিল স্টেপিয়েন উপস্থিত থাকার কথা ছিল। তবে তার স্ত্রী সন্তানসম্ভাবনা হওয়ার কারণে তিনি উপস্থিত হতে পারেননি। বিষয়টি আগেই জানিয়ে দেওয়া হয়।
 
তবে তার আইনজীবী তার পক্ষে একটি বিবৃতি দিয়েছেন এবং স্টেপিয়েনের আগের ব্যক্তিগত সাক্ষ্যটি ডেমোক্র্যাটিক নেতৃত্বাধীন মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভস সিলেক্ট কমিটিতে জানানো হয়েছে।
 
স্টেপিয়েন প্রকাশ করেছেন যে ট্রাম্পের কাছের লোকজন তাকে ২০২০ সালের নভেম্বরের নির্বাচনে বিজয়ীর নাম ঘোষণা না করার পরামর্শ দিয়েছিলেন।
 
তিনি বলেছেন, 'টিম নরমাল' নামে অভিহিত প্রচারণার একটি দল সাবেক প্রেসিডেন্টকে বলেছিল যে তিনি নির্বাচনে হেরে গেছেন। তবে অন্য একটি দল ভোটের ফল মানতে অস্বীকার করেছিল।
সূত্র : বিবিসি।
captcha