IQNA

ভিডিও | রোবট দিয়ে কাবাঘরের ছাদ পরিষ্কার

0:06 - June 24, 2022
সংবাদ: 3472034
তেহরান (ইকনা): হজ মৌসুমের প্রাকাল্লে বিশেষ রোবট ব্যবহার করে পবিত্র কাবাঘরের ছাদ পরিষ্কার করা হয়েছে।

কাবা ঘরের ছাদের উপর উঠে নিয়মিত কাবার ছাদ পরিস্কার করা মানুষের জন্য খুবই সমস্যা হয়, তাই এসব রোবট এর ব্যবস্তা করা হয়েছে যেগুলি ৩ ঘন্টা লাগাতার কাজ করতে পারে।

ভিডিওতে আপনারা দেখেছেন  ছাদ পরিস্কার করার আগে কেমন ছিল আর ছাদ পরিস্কারের পর কাবার ছাদ কেমন পরিস্কার পরিচ্ছন্ন দেখাচ্ছে।

অনেকে অভিযোগ করেছেন যেভাবে খাদেমগন কাবার ছাদ পরিস্কার করতে পারেন সেভাবে রোবট পরিস্কার করতে পারবেনা, কিন্তু যখন হজ্ব ও ওমরার কারনে যখন কাবার চত্বর খুবই জ্যাম থাকে তখন এই রোবটগুলি দিয়ে বিনা বাঁধায় পরিস্কার করা সহজ হবে। iqna

 

ট্যাগ্সসমূহ: হজ ، মৌসুম ، রোবট ، কাবা ، পবিত্র ، ইকনা ، ছাদ
captcha