ইকনা- রেওয়ায়তে বর্ণিত আছে যে, ইমাম মুহাম্মদ তাকী (আ.) বলেছেন: "যে ব্যক্তি আমার পিতা ইমাম রেজা (আ.)-এর উপর এই দরূদ পাঠ করবে, তার আসন থেকে ওঠার আগেই তার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে।" এই বরকতময় দোয়া আল্লাহর করুণার এক ভান্ডার, এবং এটি পাঠ করা, বিশেষ করে পবিত্র মাজারে, রিজিকের দরজা খুলে দেয়, বিপদ থেকে রক্ষা করে এবং সর্বশক্তিমান আল্লাহর আরও নৈকট্য লাভ করা সম্ভব। সুললিত কণ্ঠে ইমাম রউফের জন্য বিশেষ দোয়া পাঠ করা হয়েছে। মেহেদী শেকারচির সুললিত কণ্ঠে উক্ত দোয়াটি ইরানে রেডিও সাতরে প্রকাশিত হয়েছে।
00:20 , 2025 May 10