IQNA

হযরত আব্বাসের (আ.) পবিত্র মাযারের নতুন জরিঘর উদ্বোধন + ছবি

22:19 - April 17, 2016
সংবাদ: 2600625
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের পবিত্র নগরী কারবালাই অবস্থিত হযরত আব্বাস (আ.)এর পবিত্র মাযারের জরিঘর স্থাপনের কাজে শেষ হয়েছে এবং যায়েরদের যিয়ারতের জন্য গতকাল (১৬ই এপ্রিল) খুলে দেওয়া হয়েছে।


বার্তা সংস্থা ইকনা: ইরাকের বিখ্যাত শিল্পীদের মাধ্যমে হযরত আব্বাস (আ.)এর পবিত্র মাযারের জরিঘর স্থাপন কর্ম সম্পন্ন করা হয়েছে।

নতুন এ জরিঘর সম্পর্কে উপস্থিত যায়েরগণ ভিন্নভিন্ন মত ব্যক্ত করেন। তবে অধিকাংশ যায়ের বলেন: এ প্রকল্পের জন্য ইমাম হুসাইন অত্যন্ত খুশি হয়েছেন। কারণ, ভ্রাত্তিত্বের ভালবাসা ছাড়াও হযরত আব্বাস (আ.) যখন কারবালার ময়দানে শহীদ হন তখন ইমাম হুসাইন (আ.) বলেন: "এখন আমার কোমর ভেঙ্গে গিয়েছে"।

বলাবাহুল্য, হযরত আব্বাস (আ.)এর নতুন জরিঘর স্থাপন কর্ম বেশ কয়েক দিন পূর্বে সম্পন্ন হয়েছে এবং ১২ই রজব এশার নামাজের পরে ইরাকের অভ্যন্তরীণ এবং বিদেশী অতিথিদের উপস্থিতিতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে হযরত আব্বাস (আ.)এর পবিত্র মাযারের নতুন জরিঘর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হবে।

iqna 



captcha