IQNA

আমেরিকায় মুসলিম শিক্ষার্থীদের মাঝে জায়নামাজ বিতরণ

17:26 - December 14, 2016
সংবাদ: 2602152
আন্তর্জাতিক ডেস্ক: ২৫শে ডিসেম্বর হচ্ছে হযরত ঈসা (আ.)এর পবিত্র জন্মদিন। শেষ নবী হযরত মুহাম্মদ (সা.)এর প্রায় সাড়ে পাঁচশ' বছর পূর্বে পৃথিবীর বুকে আগমন করেছিলেন হযরত ঈসা (আ.)। এই দিনটি খ্রিস্টানদের নিকট বড়দিন অথবা খ্রিষ্টমাস-ডে হিসেবে প্রসিদ্ধ।
আমেরিকায় মুসলিম শিক্ষার্থীদের মাঝে জায়নামাজ বিতরণ
বার্তা সংস্থা ইকনা: এই দিনে এক খ্রিষ্টানরা নানা ভাবে উৎসব পালন করে থাকে। তবে এই বছরে আসন্ন বড়দিন উপলক্ষে নামবিহীন এক দাতা ব্যক্তি ভিন্ন পন্থা অবলম্বন করেছেন। অজ্ঞাত পরিচয়ের এই দাতা ব্যক্তি জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের ইসলামিক সোসাইটিতে জায়নামাজ অনুদান করেছেন।
জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের ইসলামিক সোসাইটির সভাপতি এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ও অর্থনীতির ছাত্র মুহাম্মাদ ব্রুজাক বলেন: সম্ভবত বিশ্ববিদ্যালয়ের কোন কর্মী এই জায়নামাজগুলো অনুদান করেছেন।
জায়নামাজের মধ্যে ঐ ব্যক্তি শিক্ষার্থীদের উদ্দেশ্য একটি চিঠি লিখেছেন। চিঠিতে লেখা রয়েছে, ঐ ব্যক্তি পিতা একটি ইসলামী দেশে ভ্রমণ করেছিল এবং তখন এই জায়নামাজগুলো কিনেছিলেন। মুসলমানদের মধ্যে স্নেহ ও ভালোবাসা এবং নিজের সমর্থন প্রদর্শন করার জন্য এগুলো তাদের মাঝে বিতরণ করা হয়েছে বলে ঘোষণা করেছেন।
এই চিঠিতে আরও লেখা রয়েছে, ইসলাম বিদ্বেষীর ঘটনাসমূহ আমদেরকে অনেক বিপর্যস্ত ও মর্মাহত করে। অনুগ্রহ পূর্বক জেনে রাখুন যে, আমাদের মধ্যে অনেকেই মুসলমানদের ভালবাসে।
মুহাম্মাদ ব্রুজাক বলেন: জায়নামাজগুলো দান করার জন্য আমরা দাতা ব্যক্তির প্রতি কৃতজ্ঞ ও শ্রদ্ধা জ্ঞাপন করছি। এধরণের পদক্ষেপের মাধ্যমে আমাদের আত্মার শক্তি আরও বৃদ্ধি পেয়েছে।
iqna


captcha