IQNA

তাইওয়ানের ন্যাশনাল মিউজিয়ামে নামাজখানার উদ্বোধন

22:56 - December 26, 2017
সংবাদ: 2604652
আন্তর্জাতিক ডেস্ক: তাইওয়ানের ন্যাশনাল মিউজিয়ামের কর্তৃপক্ষে আন্তর্জাতিক বিশ্বের মুসলিম পর্যটনদের আকৃষ্ট এবং তাদের সাথে বন্ধুত্বমুলক সম্পর্ক স্থাপন করার জন্য নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় সেদেশের ন্যাশনাল মিউজিয়ামে নামাজখানা উদ্বোধন করেছে।

তাইওয়ানের ন্যাশনাল মিউজিয়ামে নামাজখানার উদ্বোধন

 

বার্তা সংস্থা ইকনা: এই নামাজখানায় মুসলমানদের নামাজ আদায়ের জন্য বেশ কয়েকটি জায়নামাজ এবং বেশ কয়েকখণ্ড পবিত্র কুরআনের পাণ্ডুলিপি সংরক্ষণ করা রয়েছে।

তাইওয়ানের ন্যাশনাল মিউজিয়ামের পরিচালন 'লি চিংঙ্গ আচুং' বলেন: এই নামাজখানা উদ্বোধনের মাধ্যমে দেশের সংখ্যালঘু এবং সংখ্যাগরিষ্ঠদের সমঅধিকার দেয়া হয়েছে। এধরণের কাজের মাধ্যমে বিভিন্ন সংস্কৃতি ও ধর্মের অনুসারীদের মধ্যে সম্পর্ক স্থাপন করা সম্ভব।

তিনি বলেন: এই নামাজখানার মুসলমানদের অধিকার দেয়া হয়েছে এবং এর মাধ্যমে আন্তর্জাতিক পর্যটকগণ এই মিউজিয়ামের প্রতি আকৃষ্ট হবেন।

এছাড়াও অমুসলিমদেরকে ইসলাম ধর্মের সাথে পরিচিত করানোর জন্য নামাজখানার বাহিরে ইসলাম ধর্ম সম্পর্কে লিখিত পুস্তিকা রাখা হয়েছে।

তাইওয়ানের ন্যাশনাল মিউজিয়ামে (National Palace Museum) প্রাচীন চীনের প্রায় ৭ হাজার ঐতিহাসিক শিল্প রক্ষিত করেছে এবং অনন্য এই মিউজিয়ামটি বিশ্বের অন্যতম মিউজিয়ামের মধ্যে একটি।

iqna

 

 

captcha