IQNA

ইমাম মাহদীর (আ.) প্রতি আকর্ষণ বৃদ্ধি করার পন্থা

22:33 - February 01, 2018
সংবাদ: 2604938
যাদের পক্ষে ইমামদের জ্ঞান এবং ফজিলত বিশ্বাস করা অসম্ভব তাদের বড় সমস্যা হচ্ছে যে, তারা বড় মানুষ দেখে নি। তারা যদি বড় বড় মহান ব্যক্তিদের সাথে মিশত এবং ইমামদের গুণাবলির সামান্য ঝলক তাদের মধ্যে দেখত তখন তাদের পক্ষে ইমামদের মর্যাদা বিশ্বাস করা কোন সমস্যার কারণ হত না।

ইমাম মাহদীর (আ.) প্রতি আকর্ষণ বৃদ্ধি করার পন্থা
বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: যারা মহান ব্যক্তিদের সাথে চলাফেরা করে না তারা অনেক রহমত থেকে বঞ্চিত হয়। ইমাম সাজ্জাদ(আ.) আবু হামজা সুমালীতে বলেছেন: হে আল্লাহ! যেহেতু আমাকে জ্ঞানীজনদের মজলিসে পান নি সে জন্য আমাকে অপমানিত ও ছোট করেছেন।

মনে রাখতে হবে জ্ঞানী ও গুনিদের সাথে মিশলে ইমাম মাহদীর প্রতি মানুষের আকর্ষণ বৃদ্ধি পায়। এধরনের মজলিসে বসলে আহলে বাইতের ফজিলতের প্রতি মানুষের বিশ্বাসকে বৃদ্ধি করে দেয় এবং এভাবে তারা যখন দেখে যারা ইমাম মাহদীর সামান্য পরশ পেয়ে এত মহান হতে পারে তাহলে স্বয়ং ইমাম কত বেশী ফজিলতের অধিকারী। এভাবে মানুষের মধ্যে ইমাম মাহদীকে দেখার আগ্রহ আও বাড়তে থাকে।

যারা আয়াতুল্লাহ বাহাউদ্দিনি, আয়াতুল্লাহ বাহজাত, ইমাম খোমিনী, আয়াতুল্লাহ মারয়াশী নাজাফির মত বড় আলেমদের সঙ্গ পেয়েছে তারা বেশী করে ইমাম মাহদীর মর্যাদা ও ফজিলতকে অনুধাবন করতে পারে। শাবিস্তান

captcha